নোরাকে অনুকরন আসিম-রেশমির “গরমি নাচ”, ভাইরাল নাচের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের সবথেকে বিতর্কিত শো কোনটা? অনেকেই বিনা বাক্যবয়ে উত্তর দেবেন বিগ বস। দেখতে দেখতে ১৩ তম সিজনও শেষ হয়ে গিয়েছে এই শোয়ের। প্রথম সিজন থেকেই নানান বিতর্ক সৃষ্টি হয়েছে বিগ বসকে ঘিরে। কিন্তু সেসবের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা আরও বেড়েছে বই কমেনি। এখন সলমন খান সঞ্চালনার দায়িত্বে আসায় সেটা এই শোয়ের টিআরপি বৃদ্ধির আরও সহায়ক হয়েছে।

download 2 12

মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে বিগ বস ১৩। দীর্ঘদিনের লড়াইয়ের পর বিজেতার তকমা জিতে নিয়েছেন শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা। শেষ পর্যন্ত জোর টক্কর ছিল সিদ্ধার্থ ও আসিম রিয়াজের মধ্যে। কিন্তু আসিমকে হারিয়ে সিদ্ধার্থই বিজে্তা নির্বাচিত হন। শো চলাকালীনও বহুবার সম্মুখ সমরে নেমেছেন আসিম ও সিদ্ধার্থ। এই নিয়ে বিতর্কও কম হয়নি। এমনকি খোদ সলমনও ক্ষুব্ধ হয়েছিলেন আসিমের ওপর।

https://www.instagram.com/p/B8rJbhnhD6w/?utm_source=ig_embed

কিন্তু শো খতম, আর সঙ্গে সঙ্গে খতম সমস্ত প্রতিদ্বন্দ্বিতা, মনোমালিন্যও। সেটাই প্রমাণ করে দিয়েছেন আসিম ও বিগ বস প্রতিযোগী রেশমি দেশাই। সম্প্রতি বিগ বসের ঘরের বাইরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আসিম ও রেশমি একসঙ্গে কোমর দোলাচ্ছেন গানের তালে। আক্ষরিক অর্থেই কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁদের। জনপ্রিয় হিন্দি গান ‘গরমি’ গানে নোরা ফতেহির ভাইরাল নাচের স্টেপের অনুকরনে নাচতে দেখা গেল আসিম ও রেশমিকে।

rashmi 5e51f4a55fe5c

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। আসিমের অনুরাগীর সংখ্যা আগে তো অগুন্তি ছিলই। এই ভিডিও দেখার পর আরও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে তাঁর। নেটিজেনরা প্রশংসাও করেছেন আসিম ও রেশমির নাচের।

Niranjana Nag

সম্পর্কিত খবর