মাঠের ভিতরে এবং বাইরে সমান দক্ষতায় এগিয়ে চলেছে মোহনবাগান, ডেডলাইনের আগেই ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিল মোহনবাগান কর্তৃপক্ষ।

বর্তমানে আই লিগের লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান, খেতাবি লড়াইয়ে থেকে আর মাত্র কয়েক ধাপ পিছনে রয়েছে মোহনবাগান। মোহনবাগান দল যেমন পারফরম্যান্স করছে মাঠের ভিতরে তেমনি মাঠের বাইরে পারফরম্যান্স করছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। ফেডারেশনের ডেডলাইনের আগেই ফুটবলারদের বকেয়া টাকা মিটিয়ে দিল মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। মোহনবাগানের চারজন প্রাক্তন ফুটবলার রাজু গায়কোয়াড়, অভিষেক আম্বেকর, রিকার্ডো কার্ডোজো এবং ড্যারেণ কালডেইরা নিজেদের বকেয়া বেতনের দাবিতে ফেডারেশনে দ্বারস্থ হয়েছিলেন, সেই কারণে ফেডারেশনের তরফে মোহনবাগানকে একটা নির্দিষ্ট তারিখে দেওয়া হয়েছিল যার মধ্যে প্রাপ্তন ফুটবলারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ তার অনেক আগেই এই সমস্ত প্রাক্তন ফুটবলাদের টাকা মিটিয়ে দিল।

উষানথ ব্যানার্জির নেতৃত্বে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি 16 ই ফেব্রুয়ারি একটি চিঠি দিয়ে মোহনবাগান ক্লাব কে জানিয়েছিল যে এক মাসের মধ্যে প্রাক্তন ফুটবলারদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে যদি সেটা না হয় তাহলে মোহনবাগানের ট্রানস্ফার উইন্ডো ব্যান করা হবে ফেডারেশনের তরফে। সেই চিঠি পাওয়ার পর তারপরে তড়িঘড়ি কাজ শুরু করে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যে জানা গিয়েছে মোহনবাগানের তরফে প্রত্যেকটা ফুটবলারের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে প্রাক্তন কোচ খালিদ জামিনের বকেয়াও মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

257282547404cc421613a9df58a0c3232965c8aea

ফেডারেশনের বেঁধে দেওয়া ডেডলাইনের আগেই সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার পর মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন ইতিমধ্যেই আমরা প্রাক্তন ফুটবলার এবং কোচেদের সমস্ত বকেয়া মিটিয়ে দিয়েছি। এছাড়াও বাকি আর যেটুকু বকেয়া টাকা রয়েছে সেটাও এপ্রিল মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর