লাল পোশাকে ‘বোল্ড’ অবতারে মধুমিতা, ভাইরাল ফটোশুট

বাংলাহান্ট ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনীত ‘লভ আজ কাল পরশু’। বড়পর্দায় অভিনেত্রী হিসাবে এটাই প্রথম ছবি মধুমিতার। অপরদিকে কমার্শিয়াল হিরো হিসাবে অর্জুনেরও এটাই প্রথম ছবি। তাই ছবির প্রচার হয়েছিল বেশ তোড়জোড় করেই। নিজের নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও ভাল মতোই ছবির প্রচার করেছিলেন অর্জুন ও মধুমিতা।

download 4 4

ছবি মুক্তি পাওয়ার পর থেকে ভালই প্রতিক্রিয়া পেয়েছে সিনেপ্রেমীদের কাছ থেকে। আর হবে নাই বা কেন? ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। ধারাবাহিকে তাঁর অভিনীত পাখি ও ইমন চরিত্র দুটোই বেশ পরিচিতি পেয়েছিল দর্শমহলে। অপরদিকে অর্জুনের অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। উপরি আকর্ষন ছবির ঘনিষ্ঠ দৃশ্য। সেখানেই প্রচুর দর্শকের মনোযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছিল ছবির ট্রেলার। তবে রহস্যের মোড়কে ছবির গল্পটা যে কী সেটা তো প্রেক্ষাগৃহে গিয়েই দেখতে হবে।

https://www.instagram.com/p/B88Ji-RJ_Wx/

https://www.instagram.com/p/B88h5k7pjsx/

তবে অভিনয়ের পাশাপাশি ফটোশুট করতেও বেশ পছন্দ করেন মধুমিতা। সে কোথাও ঘুরতে গিয়েই হোক বা নিছক কোনো অনুষ্ঠানের জন‍্য, বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে বরাবরই বেশ ভালবাসেন অভিনেত্রী। সম্প্রতি তেমনই কয়েকটি ফটোশুট করেছেন মধুমিতা। কোনোটায় লাল তো কোনোটায় সাদা পোশাক পরে ফটোশুট করেছেন তিনি। বলা বাহুল‍্য এই ছবিগুলি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/B89QnKNp0Op/

https://www.instagram.com/p/B9B65UFpmjY/

https://www.instagram.com/p/B9CMH6iJ0Vw/

https://www.instagram.com/p/B9CYWsqp_pj/

কিছুদিন আগেই স্কাই ডাইভিং করার ভিডিও ভাইরাল হয়েছিল মধুমিতার। অস্ট্রেলিয়াতে ঘুরতে গিয়ে স্কাই ডাইভিং ও বাঞ্জি জাম্পিং করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সব ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর