কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটারকে আইপিএল থেকে ছেঁটে ফেলল বিসিসিআই।

প্রবীণ তম্বে এই 48 বছর বয়সী ক্রিকেটার এই বয়সে এসেও আইপিএল খেলার জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন নিলামে। আর নিলামে আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স তাকে কুড়ি লক্ষ টাকা বেস প্রাইজে দলে নিয়েছিলেন। কিন্তু এবার বিসিসিআই তার জন্য খারাপ খবর নিয়ে এল। বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবারের আইপিএলে খেলতে পারবেন না প্রবীণ তম্বে। কলকাতা নাইট রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট এর কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই এর তরফে।

2018 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দুবাইতে টি10 লিগে অংশগ্রহণ করেছিলেন তাম্বে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিদেশি লিগেও খেলেছিলেন প্রবীণ তাম্বে। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী ভারতের কোনো ক্রিকেটার বিদেশী লিগে খেলতে পারবেন না যদি খেলেন তাহলে ভারতীয় ক্রিকেট থেকে তাকে বহিস্কার করবে বিসিসিআই।

650067140fff76e08eb0017077e77cb476b2c4bf

এই প্রবীণ তাম্বে দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন। কেকেআর এর বিরুদ্ধে দুই বলে হ্যাটট্রিক নেওয়ারও রেকর্ড রয়েছে তাম্বের। তবে এবার আর প্রবীণ তাম্বে খেলতে পারবেন না আইপিএলে। ইতিমধ্যেই আইপিএল গভর্নিং কমিটির তরফে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর