বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পক্ষের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। অতিসম্প্রতি ভারতে ঘুরতে এসেছিলেন সপরিবার ট্রাম্প। প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে এসেছিলেন ইভাঙ্কা ও তাঁর স্বামী। ইভাঙ্কার রূপের জাদুতে মুগ্ধ হয়েছেন ভারতীয়রা। দুদিনেই তাঁর গুণমুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।
ফের একবার ইভাঙ্কার প্রেমে পড়লেন নেটিজেনরা। ভারতীয়দের সৃজনশীলতার কথা কে না জানেন। তাবড় বিদেশি তারকারা সেলাম জানিয়েছেন ভারতীয়দের ‘ক্রিয়েটিভ’ মস্তিষ্কের। মিম বানাতে জুড়ি মেলা ভার ভারতীয়দের। সপরিবার ট্রাম্পের আগমন উপলক্ষে মিমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। খোদ মার্কিন প্রেসিডেন্টও শেয়ার করেছিলেন সেইসব মিম।
এবার বাবার রাস্তাতেই হাঁটলেন মেয়েও। বলা বাহুল্য ডোনাল্ড ট্রাম্পের মতো ইভাঙ্কাকে নিয়েও বানানো হয়েছিল দেদার মিম। তাজমহলের সামনে বা ইভাঙ্কার সঙ্গে বলিউডি ছবির চরিত্রদের ফটোশপ করেও তৈরি হয়েছে মিম। ইভাঙ্কার রূপের ঝলকে মুগ্ধ হলেও হাশি মশকরা করার এমন সুযোগ নেটিজেনরা ছেড়ে দেবেন তা নৈব নৈব চ। সেই অসংখ্য মিমের মধ্যে কয়েকটি বাছাই করে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন ইভাঙ্কা। সঙ্গে তারিফ করলেন ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার।
I appreciate the warmth of the Indian people.
…I made many new friends!!! https://t.co/MXz5PkapBg
— Ivanka Trump (@IvankaTrump) March 1, 2020
Thank you for taking me to the spectacular Taj Mahal, @diljitdosanjh!
It was an experience I will never forget! https://t.co/VgqFuYBRIg
— Ivanka Trump (@IvankaTrump) March 1, 2020
শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের বানানো মিমও শেয়ার করেছেন ইভাঙ্কা। সেখানে দেখা যাচ্ছে দিলজিতের সঙ্গে তাজমহলের সামনে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে মজা করে দিলজিতকে তাজমহল নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন ইভাঙ্কা। তাঁর এমন ‘স্পোর্টিং’ মনোভাব দেখে অভিভূত নেটজনতাও।