রাজস্থান রাজ্যের উদয়পুরে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের সকলেই সারা বছর মেতে থাকেন ফুটবল নিয়ে। ফুটবলই এই গ্রামের ধ্যান জ্ঞান। সারা বছর এই গ্রামের আট থেকে আশি সকলেই মেতে থাকেন ফুটবল নিয়ে। এই গ্রামের যুবকরা পড়াশোনার থেকে ফুটবল খেলতেই বেশি পছন্দ করেন। তার অন্যতম কারণ ফুটবল খেলেই এখানকার যুবকরা সরকারি চাকরি পায়। এই জন্যই গ্রামে প্রায় দিনই বড় বড় ফুটবল টুর্নামেন্টও আয়োজন হয়ে থাকে।
রাজস্থানের জয়পুরে জাওয়ার মাইনস নামে এই গ্রামেই বহু বছর ধরে চলে আসছে এই রীতিনীতি। এই কারনে এই গ্রামটি ‘ফুটবল ভিলেজ’ নামেও পরিচিত। এই গ্রামে বসবাস করে প্রায় দুই’শ এর বেশি পরিবার। সকলেই দীর্ঘ 42 বছর ধরে চলে আসা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করে আসছে। এছাড়াও এই ঐতিহাসিক টুর্নামেন্টে অংশ গ্রহন করে সেনাবাহিনী, রেল, পুলিশ, বিনামবাহিনী, ব্যাংক সহ বিভিন্ন সরকারি ক্ষেত্রে থেকে নির্বাচিত হওয়া দল গুলি।
গ্রামের মানুষজন জানিয়েছেন এই গ্রামে শুধুমাত্র ফুটবল খেলায় হয়, অন্য কোনো খেলা এই গ্রামে অনুষ্ঠিত হয় না। এখানে যখন ফুটবলের আসর বসে তখন গ্রামের আট থেকে আশি সকলেই ছুটে আসেন খেলা দেখতে। এছাড়াও জানা গিয়েছে এই গ্রামের বেশির ভাগ সদস্যই সরকারি চাকুরিজীবী যার একমাত্র কারণ ফুটবল।