আর কোনও কথা নয়, কাল নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি হবেই,স্পষ্ট জানালেন দিল্লি কোর্ট

 

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে কয়েক বছর আগে রাজধানীর রাস্তায় বাসের ভেতর ভয়ঙ্কর গণধর্ষণের শিকার হয়েছিল দিল্লির তরুণী নির্ভয়া। সেই থেকে এতগুলো বছর পার হয়েছে নির্ভয়ার দোষীদের শাস্তির প্রক্রিয়া করতে। ফাসির সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেও অভিযুক্তরা বারবার প্রাণভিক্ষার আর্জি জানিয়ে দীর্ঘ সময় ধরে পিছিয়ে দিচ্ছিল ফাঁসির তারিখ।

শেষ পর্যন্ত কাল নির্ভয়ার চার দোষীদের শাস্তির তারিখ ঠিক করা হয়। দিল্লি কোর্ট স্পষ্ট জানিয়েছে, ফাঁসি হতে আর কোনো আইনি জটিলতা নেই। তাই কালই নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়া হবে।

IMG 20200302 170754

প্রসঙ্গত সুপ্রিম কোর্ট ও রাষ্টপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পাতিয়াল কোর্টের দ্বারস্থ হন তিন ধর্ষক। পবন গুপ্তার তরফে ফের প্রাণভিক্ষার আবেদন জানানো হয় রাষ্টপতির কাছে। যদিও আজ বাতিল হয়ে যায় সেই সমস্ত সংশোধনীর আর্জি।

পাটিয়ালা হাউজ কোর্টের নির্দেশে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল অর্থাৎ সকাল ৬ টায় নির্ভয়া কাণ্ডের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত অক্ষয় সিং ঠাকুর, মুকেশ কুমার সিং, পবন কুমার গুপ্ত, ও বিনয় শর্মার ফাঁসি হবে। এতগুলো বছর পর কোর্টের নির্দেশে খুশি নির্যাতিতা নির্ভায়ার মা ও তার পরিবার।

Udayan Biswas

সম্পর্কিত খবর