ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আয়োজনের সুযোগ পেলে যুবভারতী ক্রীড়াঙ্গন।

সুখবর কলকাতার ফুটবল প্রেমীদের জন্য, ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পেল যুবভারতী ক্রীড়াঙ্গন। ভারত বনাম আফগানিস্তানের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সুনীল ছেত্রীদের খেলতে দেখা যাবে যুবভারতী স্টেডিয়ামে। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হল যুবভারতী ক্রিড়াঙ্গনকে।

15 ই অক্টোবর 2019 বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হয়েছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচে পুরো যুবভারতী ভর্তি হয়ে গিয়েছিল। আর মাঠে এত বিশাল পরিমাণ দর্শক দেখে ফের যাতে যুবভারতীতে ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হয় তার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আর্জি জানিয়েছিল আইএফএ। বেঙ্গল ফুটবল ফেডারেশনের তরফে আর্জি জানানো হয়েছিল ভারত বনাম কাতার ম্যাচ আয়োজন করার ব্যাপারে। তবে সেই ম্যাচ হচ্ছে ভুবনেশ্বরে।

2239282402fafd6dba5f50d0646207565523a1090

যেহেতু ভারত বনাম কাতার ম্যাচ ভুবনেশ্বরে আয়োজন হচ্ছে তাই ভারত এবং আফগানিস্তান ম্যাচ যুবভারতীতে আয়োজন করার ব্যাপারে অনুমোদন দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী 9 ই জুন যুবভারতীতে বিশ্বকাপের যোগ্যত্য অর্জন পর্বের ম্যাচে নামতে চলেছে ভারত এবং আফগানিস্তান। অর্থাৎ ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, প্রবীর দাসদের খেলতে দেখা যাবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Udayan Biswas

সম্পর্কিত খবর