জীবনে প্রচুর পরিমাণে টাকা কামাতে জপ করুন মা কালীর এই বিশেষ মন্ত্র

বাংলাহান্ট ডেস্কঃ বিপদ (Danger) থেকে মুক্ত হতে কে না চায়। ধনী (Rich) ব্যক্তি হতে সবাই চেষ্টা করেন। কিন্তু বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন। করুন মা কালীর (Ma kali) পূজো। সন্তুষ্ট করুন মা কালীকে। আশির্বাদ সরূপ মা আপনাকে দুহাত ভরে আশির্বাদ করে আপনার জীবন বিপদ মুক্ত করে তুলবে।

images 2 9

 

মা কালীকে প্রসন্ন করতে পারলে আপনার জীবন সুখের হবে। মন থাকবে অনেক শান্তি। কাজের জায়গায় আপনার সুনাম হবে। যার ফলে দুহাত ভরে টাকা রোজগার করতে পারবেন। আপনার কাছে টাকা চলে আসবে ঝড়ের গতিতে। তাই মা কালীকে প্রসন্ন করতে জপ করুন এক বিশেষ মন্ত্র। এই মন্ত্র (Mantra) জপ করলে মা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে ভরিয়ে দেবে।

প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মা কালীর সামনে বিভিন্ন পুজোর দ্রব্যাদি রাখুন এবং তারপর নিয়ম মেনে করুন এই প্রার্থণা। প্রথমেই মায়ের জন্য দুধ-স্নানাদি প্রদানের মন্ত্র- ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি’ এই মন্ত্র জপ করতে হবে। তারপর দই-স্নানাদি প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃদধিস্নানাম্ সমর্পয়ামি’ মন্ত্র জপ করুন। এরপর পঞ্চামৃত-সহ স্নানের দ্রব্যাদি প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চামমৃত স্নানম্ সমর্পয়ামি’ জপ করতে হবে।

images 4 6

মাকে গঙ্গাজল স্নানের প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ গঙ্গাস্নানম্ সমর্পয়ামি’ জপ করার পর পুষ্প প্রদান এবং পঞ্চফল প্রদানের মন্ত্র পাঠ করতে হবে। পুষ্প প্রদানের মন্ত্র হল-‘এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ এবং পঞ্চফল প্রদানের মন্ত্র হল- ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।’ প্রসাদ দেওয়ার পর মা কালীকে প্রদীপ বা মোমবাতি প্রদানের মন্ত্র- ‘এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ’ এবং ধূপকাঠি প্রদানের মন্ত্র-‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ পাঠ করতে হবে। তারপর মায়ের সামনে কর্পূর প্রদানের মন্ত্র-‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি’ উচ্চারণ করতে হবে।

images 3 10

 

সব শেষে প্রণাম মন্ত্র- ‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে’ জপ করতে হবে। তবে একশো আট বার জপ করতে হবে- ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ এই মন্ত্র। এইভাবে মা কালীকে সন্তুষ্ট করতে পারলে আপনার জীবনও হয়ে উঠবে সুখের।

Smita Hari

সম্পর্কিত খবর