বাহারি চুলের ছাঁট থাকলে দেওয়া হবে না অ্যাডমিট, সাফ জানিয়ে দিল স্কুল

বাংলাহান্ট ডেস্কঃ বাহারি চুলের ছাঁট থাকলে দেওয়া হবে না অ্যাডমিট, সাফ জানিয়ে দিয়েছে স্কুল। যার জেরে ছাত্রদের বিক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ।  ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতে। বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের তরফ থেকে একাধিকবার ছাত্রদের সতর্ক করা হয়েছিল । কিন্তু তার পরও চুলের ছাঁট না বদলানোয় চরম সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে তাই এই বাহারি চুলের ছাত্রদের পরীক্ষার অ্যাডমিট কার্ড আটকে দিলেন শিক্ষকরা।

স্কুলের প্রধান শিক্ষক শেখ আলি আহসান জানিয়ে দিয়েছেন,“স্কুলের নিয়মাবলিতে স্পষ্ট বলা রয়েছে এধরনের আচরণ বরদাস্ত করা হবে না। নিয়মিত ক্লাসেও এই অনুশাসন মানতে বলা হয়। এধরনের চুলের ছাঁট খুবই দৃষ্টিকটু। অনেকবার বলার পরও এই ছাত্ররা না শোনার কারণে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

unnamed 1 4

এর জেরে স্কুলের ছাত্ররা  বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, আগাম কোনও নোটিশ ছাড়াই স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও ছাত্রদের এই  বিক্ষোভের সাথে সহমত নন প্রাক্তনীরা। শুভঙ্কর কর্মকার নামে এক প্রাক্তনী সামাজিক মাধ্যমে লিখেছেন, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল আমার স্কুল।  আমি গর্ব করি আমি এই স্কুলের ছাত্র,,,,,প্রতি বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১ থেকে ২০ এর মধ্যে আমাদের স্কুলের ছেলেরা থাকে,,,,শুধু কি পর্ষদের পরীক্ষা বিজ্ঞান মেলায় হোক বা খেলাধূলা সব কিছুতেই রাজ্য থেকে জাতীয় স্তরে সর্বত্র এগিয়ে থাকি আমরা,,,,,,,,,আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষকারা চিরকালই বাবা-মা সুলভ আচরণের জন্যই চর্চিত,সত্যি বলতে তাদের অতটা দরদ দিয়ে পড়ানোর জন্যই হয়তো আজকে আমরা কোথাও পৌঁছাতে পেরেছি,,,,,যে ঘটনা টি ঘটেছে তাতে আমরা প্রাক্তনীরা প্রত্যেকে আমাদের শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি,,,,,আমাদের স্কুল শিক্ষার্থীর আচরণের প্রতিও সজাগ দৃষ্টি রাখে অকৃত্রিম ভাবে আর এই কারণেই গান্ধী স্কুল অন্য স্কুল থেকে আলাদা,,,,একজন শিক্ষার্থী সঠিক ভাবে পরীক্ষা দিতে যাবে এটাই কাম্য নইলে স্কুল সম্পর্কেও খারাপ মনোভাব তৈরী হবে অন্যদের মনে,,,,,,,,,যে কাজ টা ছেলেদের বাবা মায়ের করা উচিত ছিল সেকাজ স্কুল দায়িত্ব নিয়ে করেছে বলে কুর্ণিশ জানাই,,,,,।

বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম সেরা স্কুল। দেশ – বিদেশের নানা স্থানে সুনামের সাথে কর্মরত এই স্কুলের প্রাক্তনীরা।  প্রতিবছরই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট হয় মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে। পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের পরীক্ষায়ও এই স্কুলের সুনাম রয়েছে।


সম্পর্কিত খবর