বাংলা হান্ট ডেস্ক: ২০১২ সালের ডিসেম্বর মাসে রাজধানী দিল্লির রাস্তায় ৬ জন মিলে একটি চলন্ত বাসের ভিতরে গণধর্ষণ করে দিল্লির তরুনী নির্ভয়াকে। পুলিশের জালে ধরা পড়ার পর একজন নাবালক হিসেবে ছাড়া পেয়ে যায় অন্যজন জেলের ভিতরেই আত্মহত্যা করেন। বাকি চারজনের শাস্তির প্রক্রিয়া হতে হতে লেগে যায় এতগুলো বছর।অবশেষে ফাঁসির রায় ঘোষণা হয় এই চার ধর্ষকের
কিন্তু প্রত্যেকবার আইনের ফাঁকফোকর দিয়ে বেঁচে যায় দোষীরা। বারংবার আইনের সাহায্যেই রেহাই পেয়ে যায় নির্ভয়া কাণ্ডের চারধর্ষক। শেষ পর্যন্ত ৩ রা মার্চ ফাঁসির তারিখ ঠিক হয় ওই চার ধর্ষকের। কিন্তু বারবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।ঘটনায় অভিযুক্তদের তিনজনের নিজেদের বাঁচানোর চেষ্টা শেষ হয়ে গেলেও ৪ র্থ দোষী পবন গুপ্তের হাতে আইনি রাস্তা খোলা ছিল। নিজেদের রক্ষার্তে সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে পবনরা।
এবার রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় তারা। এবার পবনের প্রানভিক্ষার আর্জিও খারিজ করে দেয় রাষ্ট্রপতি।এই আর্জি খারিজ করার ফলে ফের ফাঁসির তারিখ শীঘ্রই ঘোষণা হতে পারে বলে মনে করছে আইনজীবী মহল।