রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার সুবাদে এই মুহূর্তে ইতালিতে থাকেন বিশ্ব ফুটবলের যুবরাজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিন্তু তার মা থাকেন পর্তুগালে মাদেইরাতে। বেশ কিছুদিন ধরে রোনাল্ডোর মা ডোলেরাস ক্যান্সারে আক্রান্ত হয়ে রয়েছেন।
এইদিন হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান রোনাল্ডোর মা, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এই মুহূর্তে সেই হাসপাতালে ভর্তি রয়েছেন রোনাল্ডোর মা।
মায়ের শারিরীক অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছে দ্রুত পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর সেই কারণে তাড়াতাড়ি তার মায়ের কাছে যাবার জন্য রোনাল্ডো নিজেই একটি চাটার্ড বিমান ভাড়া করে নেন। রোনাল্ডোর মা 2007 সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিলেন তারপর চিকিৎসার মাধ্যমে তিনি এই মুহূর্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তবে তিনি ফের আক্রান্ত হয়েছেন রোগে। চিকিৎসকরা জানিয়েছেন রোনাল্ডোর মায়ের অবস্থা এখনও পুরোপুরি ভাবে ভালো না হলেও আগের থেকে তিনি এই মুহূর্তে কিছুটা হলেও ভালো রয়েছেন।