তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, ৪০ কিমি বেগে বইবে হাওয়া

ফাল্গ‌ুনে বৃষ্টি তাও আবার সম্ভব! এমনই আবহাওয়ার( Weather) কথা জানাল আবওহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, মাত্র ২ ঘন্টার মধ্যে রাজ্যে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষত নদীয়া ও হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ঝড়ো হাওয়া ৩০-৪০ কিমি বেগে থাকবে বলে জানা গিয়েছে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে৷ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সঙ্গে চলবে বৃষ্টিও৷ পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও পূবালী গরম হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যেও৷ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে চলবে ঝড়ো হাওয়াও। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

Weather and Rain alert for cities and states of India 1

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও বঙ্গোপসাগর থেকে পূবালী গরম হাওয়ার সংঘাতে বৃষ্টি রাজ্যজুড়ে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

পাঞ্জাব, হরিয়ানা,চন্ডীগড়,দিল্লী,উত্তর প্রদেশেও এমনই আবহাওয়া  থাকবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই একাধিক জেলায় বৃষ্টি নামে। ঝড়ের দাপটে নিক্কো পার্কের কাছে রাস্তার উপর উপড়ে পড়ে গাছ। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

সম্পর্কিত খবর