বাংলা হান্ট ডেস্কঃ চীনের (China) মারণ করোনা ভাইরাস (Corona Virus) এবার ভারতের (INDIA) থাবা বসাচ্ছে। গত তিন দিনে ভারতে এই ভাইরাসে ২৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। আর এরই মধ্যে মোদী সরকার সমস্ত বীমা কোম্পানি গুলোকে একটি সার্কুলার জারি করেছে।
কেন্দ্র সরকার সমস্ত বীমা কোম্পানি গুলোকে পলিসি বানিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার খরচ বহন করার নির্দেশিকা জারি করেছে। শুধু চিকিৎসাই না, হাসপাতালের সমস্ত খরচ বীমা কোম্পানি গুলোকেই নিতে হবে জানিয়েছে কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকার সার্কুলার জারি করে জানিয়েছে যে, বীমা কোম্পানি গুলো পলিসি এমন ভাবে তৈরি করুক যাতে, করোনা ভাইরাসে আক্রান্তদের সমস্ত খরচ নিখরচায় হয়। বীমা কোম্পানি গুলোকে সার্কুলার জারি করার পর এবার এসবিআই জেনারেল ইনস্যুরেন্স এর হেড সুব্রক্ষণম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ তখনই শেষ করা যাবে, যখন রোগী ২৪ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি থাকবেন।
আপনাদের জানিয়ে দিই, ভারত সরকার আর ওয়ার্ল্ড হুম্যান অর্গানাইজেশনের তরফ থেকে ভারতে আসা মারক করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে দিয়েছে। আর যেহেতু এই ভাইরাস মহামারি ঘোষণা হয়ে গেছে, সেহেতু এই ভাইরাসে আক্রান্তদের বীমার রাশি দেওয়া হবেনা। কিন্তু ভারত সরকার এবার বীমা কোম্পানি গুলোকে সার্কুলার জারি করে করোনায় আক্রান্তদের বীমার আওতায় আনার নির্দেশ দিয়েছে।
চীনের এই মারক ভাইরাস বিশ্বের অনেক দেশেই থাবা বসিয়েছে। চীনে এখনো পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ এই ভাইরাসের প্রকোপে মারা গেছেন, আর ৯০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে কেন্দ্র এবং রাজ্য সরকার জনগণকে নানারকম পরামর্শ দিচ্ছে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে