বাংলায় (West Bengal) ক্ষমতায় আসার জন্য ও তৃণমূলকে উপড়ে ফেলার জন্য কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে বঙ্গবিজেপি (BJP)। যার মধ্যে অন্যতম ভূমিকা রাখছে পশ্চিমবঙ্গ থেকে জেতা বিজেপি (সাংসদরা। বিষ্ণুপুর থেকে সাংসদ সৌমিত্র খাঁ বৃহস্পতিবার দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে রাজ্যের পরিস্থিতির ব্যাপারে আলোচনা করেন। সৌমিত্র খাঁ মূলত রাজ্যে বেড়ে চলা দুর্নীতি, অপরাধের বিষয়ে কথা বলেছেন জানা গেছে।
রাজ্য থেকে কিভাবে তৃণমূলকে উপড়ে ফেলে বিজেপিকে ক্ষমতায় আনা যায় সেই বিষয়েও বিশদ আলোচনা হয়েছে বলে জানান সৌমিত্র খাঁ। প্রসঙ্গত জানিয়ে দি, সৌমিত্র খাঁ রাজনীতিতে বেশ সক্রিয় থাকেন এবং সাংসদ হওয়ার পর বহুবার উনি সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন।
সম্প্রতি রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া দিল্লীতে প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন। গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি সাংসদরা তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি চালিয়েছিলেন। আর এখন সৌমিত্র খাঁ সহ বিজেপি সাংসদরা যেভাবে প্রধানমন্ত্রী মোদীর সংস্পর্শে থেকে বঙ্গের অভিযান চালাচ্ছেন তাতে বঙ্গজয় বেশি দূর নয় বলেই মনে হচ্ছে।
২০২১ সামনে আসার সাথে সাথে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম হচ্ছে। একদিকে বাংলায় বিজেপি লাগাতার শক্তিশালী হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের টিকিয়ে রাখার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন লাগাতার ভাষণের মাধ্যমে জনগণকে নিজের দিকে টানতে ব্যাস্ত রয়েছেন। অপরপক্ষে বিজেপি বার বার মমতা ব্যানার্জীর ভুলকে আঙ্গুল দিয়ে দেখাতে নেমে পড়েছে। এর মধ্যে বিজেপি সাংসদদের এমন সক্রিয়তা তৃণমূলকে নিশ্চিত চাপে ফেলবে।