নরেন্দ্র মোদীকে মহিলা বিরোধী বলে আক্রমন করলে বলিউড গায়ক বিশাল দাদলনি

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে স্যোশাল মিডিয়া (Social media) একটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ মাধ্যম। যার ফলে বহু মানুষ উপকৃত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী (Narendra Modi) নিজেই বহু মানুষকে স্যোশাল মিডিয়ার উপকারিতা সম্পর্কে বুঝিয়েছেন। কিন্তু বর্তমানে তাঁর এই স্যোশাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অবাক হয়েছেন বহু মানুষ। তাঁর কোটি কোটি ভক্ত কূল তাঁকে এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন।

bishal

স্যোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর এক ট্যুইটে (tweet) শোরগোল উঠেছিল বিভিন্ন মহলে। কিন্তু তাঁর অপর একটি ট্যুইটে এই ধোঁয়াশা পরিস্কার হয়ে যায়। প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন, ‘আসন্ন মহিলা দিবসে তিনি তাঁর স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট সেই সব মহিলাদের উদ্দ্যেশ্যে উৎসর্গ করবেন, যাদের দেখে তিনি তাঁর নিজের জীবনের অনেক প্রেরণা পেয়েছেন। মহিলা দিসবের এই বিশেষ ঘটনায় যে কেউ অংশ গ্রহণ করতে পারেন’।

প্রধানমন্ত্রীর এই ট্যুইটে বলিউডের (Bollywood) বিখ্যাত গায়ক বিশাল দাদলনি (Vishal Dadlani) শাহিনবাগের (Shahinbag) মহিলাদের প্রসঙ্গকে সামনে আনেন। এবং তিনি বলেন, ‘মহিলা দিবসে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহিনবাগের মহিলাদের নিজের এই স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে দেন তাহলে সেটা কেমন হবে? ভারতের প্রধানমন্ত্রী সেই সব মহিলাদের পাশে দাঁড়ায়, যারা নিজের অধিকার নিয়ে লড়াই করে। সেটাই ভালো হবে’। বিশালের এই বক্তব্যে তাঁর উপদেশ কম, প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার ইঙ্গিতই বেশি করে প্রকাশ পায়। তাঁর কথায় প্রকাশ পাচ্ছে, তিনি যেন প্রধানমন্ত্রীর পরীক্ষা নিচ্ছেন, যে তিনি শাহিনবাগের মহিলাদের সম্মনা করেন কিনা।

এর আগেও বিশাল তাঁর অনেক বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন। আরও একবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় তিনি ফের সমালোচনার শিকার হন।

Smita Hari

সম্পর্কিত খবর