চাকরির নামে প্রতারনা, গ্রেফতার বর্ধমানের তৃণমূল নেতা

বাংলা ডেস্কঃ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বর্ধমানের তৃণমূল কংগ্রেস (TMC) নেতা সীতারাম মুখোপাধ্যায়কে (Sitaram Mukherjee)। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীও। শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে মৎস্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। tmc stry 647 033117111406 0

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের নারায়ণপুর গ্রামের রিঙ্কু দাস নামে এক তরুণকে  চাকরি পাইয়ে দেবে বলে ১২ লাখ টাকা চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। মৎস্য দফতরে চাকরি পাওয়ার আশায় ৫ লাখ টাকা সীতারামবাবুকে দিয়েছিলেন ওই যুবক। তারপর ভুয়ো কাগজপত্র দিয়ে মৎস্য দফতরে কাজ করতে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন নিয়োগের সব কাগজ ভুয়ো। তারপরেই থানায় অভিযোগ জানান রামপুরহাটের বাসিন্দা ওই যুবক। এই অভিযোগের ভিত্তিতেই বুধবার সীতারামকে বর্ধমান শহরের আলমগঞ্জ রোডের প্রান্তিক বাজারের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করে পুলিস।

এই গ্রেফতার প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দেবু টুডু জানান, ‘এখন সবাই তৃণমূল। কেউ অপরাধ করলে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আইন আইনের পথে চলবে।’

 

 

সম্পর্কিত খবর