বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার (Yogi Sarkar) করোনা ভাইরাসের (Coronavirus) সাথে লড়াইয়ের জন্য যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি দৈনিক সংবাদ মাধ্যম (টাইমস নাও হিন্দি) এর রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকারের স্বাস্থ বিভাগ করোনা ভাইরাস থেকে লড়ার জন্য গাজিয়াবাদের হজ হাউসকে ৫০০ বেডের আইসোলেশন সেন্টার বানানোর নির্ণয় নয়েছে। এই সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের রাখা হবে। হজ হাউসকে আইসোলেশন সেন্টার বানানোর আগে প্রশাসনিক আধিকারিক এবং সংখ্যালঘু বোর্ডের সদস্যরা হজ হাউসের পরীক্ষা করেন।
গাজিয়াবাদে তৈরি হওয়া এই বিলাসবহুল হজ হাউসে অনেক বড়বড় ঘর আছে। আর সেই ঘর গুলোতে সবরকম সুবিধাও আছে। রাজ্য সরকারের সিদ্ধান্তের পর ৫০০ বেডের আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার রাখা হবে। গাজিয়াবাদের জেলাশাসক শৈলেন্দ্র কুমার বলেন, ‘রাজ্য সরকারের আদেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাঁদের স্যাম্পেল নেওয়া হয়েছে তাঁদের এখানে ১৪ থেকে ২৮ দিন পর্যন্ত কড়া পরীক্ষার মুখে রাখা হবে। যদি রোগীর রিপোর্ট পজিটিভ হয়, তাহলে তাঁদের দিল্লীতে পাঠানো হবে চিকিৎসার জন্য।”
এই হজ হাউস উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের তত্বাবধানে হয়েছিল। এই হজ হাউস আজম খানের ড্রিম প্রোজেক্টের মধ্যে একটি ছিল। প্রায় ৫৪ কোটি টাকা খরচ করে বানানো এই হজ হাউসে মুসলিম সম্প্রদায় সৌদি আরবে হজে যাওয়ার আগে একত্রিত হত। এখান থেকে ভিসা নিয়ে তাঁরা সৌদি যেত। ২০১৮ সালে যোগী সরকার এই হজ হাউস সিল করে দিয়েছিল।
আপনাদের জানিয়ে দিই, চীনের পর এই মারক ভাইরাস বিশ্বের ৭০ এর বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আর ভারতে এখনো পর্যন্ত ৩১ টি মামলা নজরে এসেছে। ওই ৩১ জনের মধ্যে ইতালি থেকে আসা ১৬ জন পর্যটকও আছে। সম্প্রতি উত্তর প্রদেশের গাজিয়াবাদেও এই মামলা সামনে এসেছে। চীনে এই ভাইরাসের প্রকোপে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে আর ৯০ হাজারেরও উপরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…