বাংলা হান্ট ডেস্কঃ এখনকার দিন আর আগেকার দিনের মতন নেই, মদ্যপান করা বা নেশা করায় তেমন রাখঢাক পছন্দ করে না বর্তমানের নেটিজেন মহল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হামেশাই চোখে পড়ে আট থেকে আশি যে কোন পার্টিতে বা অন্যান্য দিনেও সূরা পানে মত্ত হয়ে রয়েছে নেটিজেন মহলের একটা বড় অংশ।
সমীক্ষা করে দেখা গিয়েছে, আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মদ্যপানের চাহিদা এবং প্রবণতা।
সম্প্রতি, ফর্টিস হসপিটাল এর একটি রিপোর্টে জানা গিয়েছে, আমাদের দেশে ১০ থেকে ৭৫ বছর বয়সের মধ্যে প্রায় ১৬ কোটি মানুষ মদ্যপান করেন। মদ্যপানের দিক থেকে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ।
তবে পশ্চিমবঙ্গের যে মদ্যপানের চাহিদা বাড়ছে তা বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের মধ্যে মধ্যেই দেখা যায়। পশ্চিমবঙ্গে যারা মদ্যপান করেন তাদের মধ্যে ৩.৯ শতাংশউ শিশু। এটি সবথেকে চিন্তার বিষয়। আশংকা করা যাচ্ছে, এমন চলতে থাকলে অ্যালকোহল দ্বারা সৃষ্ট নানান রকম রোগে আক্রান্ত হবে মদ্যপেয়ীরা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা