বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভাও পরিস্ফুট হয়েছে।
ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভা প্রকাশ্যে এসেছে। রানাঘাটের রানু মণ্ডলের গান ভাইরাল হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি ভিডিওর দৌলতে। এবার ফের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, এক ভিখারিনি গিটার বাজিয়ে গান গাইছেন। বান্দ্রা ফোর্টের সামনে দুজন যুবক গিটার বাজিয়ে গান গাইছেন। এমন সময় ওই ভিখারি মহিলা এসে তাদের থেকে গিটারটি চান। কিন্তু প্রথমেই যুবকরা গিটার দিতে চাননি তাকে। তারপর গিটার দিতেই অবাক কাণ্ড। ভিখারিনির গানের জাদুতে মু্গ্ধ হয়ে গিয়েছেন সকলে।
https://www.facebook.com/103749734444027/videos/1478192195682648/?t=0
চান্না মেরেয়া, পচতাওগে একের পর এক হিন্দি গান গেয়ে মাত করেছেন ওই ভিখারিনি। দেখতে দেখতে ভিড় জমে যায় তার আশেপাশে। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
গানের পরে রয়েছে আরও এক চমক। যুবকেরা জিজ্ঞাসা করেন, এমন সুন্দর গান ,বাজনা কোথা থেকে শিখলেন তিনি। উত্তরে ওই ভিখারি মহিলা জানান, এমনই দে্খে দেখে শিখে গিয়েছেন তিনি। নেটিজেনরাও মুগ্ধ হয়ে গিয়েছেন তার গলা শুনে।