আবহাওয়ার খবর : আর না বৃষ্টি, এবার মনেপ্রাণে উপভোগ করুন রঙের উৎসব

বাংলা হান্ট ডেস্ক : গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত প্রত্যেকটি ঋতুতেই বর্ষাকে মনেপ্রাণে উপভোগ করেছে মানুষজন। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চের প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টির ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। আজ রাত পোহালে কাল রঙের উৎসব দোল। এই বছরের দোলে আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি নাকি শুকনো জেনে নিন কি বলছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কেটে গিয়েছে সমস্ত পশ্চিমী ঝঞ্জা। দোলের দিন পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। তাই কাল ছাতার চিন্তা না করে মনেপ্রাণে উপভোগ করতে পারবেন বসন্ত উৎসব।

IMG 20200308 WA0324

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, কাল থেকেই বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা এবং অপ্রত্যাশিত উত্তুরে হাওয়ার কারণে মার্চ মাসের প্রথম সপ্তাহ শীতের আমেজ অনুভব করেছে রাজ্যবাসী। তবে কাল থেকে বাড়তে চলেছে তাপমাত্রা। চলতি মাসের মাঝামাঝিতে গরমের দাবদহ অনেকটা বেড়ে যাবে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর।


Udayan Biswas

সম্পর্কিত খবর