বাংলা হান্ট ডেস্ক: কিছু বোঝার আগেই মানুষের গায়ে ঝাঁপিয়ে পড়ল সিংহী , ঘটনাটি গুজরাতের মাধবপুর গ্রামে।গ্রাম যেখানে মানুষের বসবাস।আর অভয়ারণ্য যেখানে হিংস্র পশুদের বসবাস। এখানে গ্রাম আর অভয়ারণ্য পাশাপাশি। গ্রামের মানুষকে সর্বদা ভয় ভয় থাকতে হয়। কারন মনে ভয়, পাছে যদি কিছু হয়ে যায়। এই গ্রাম আর অভয়ারন্যে কখনও কখনও মুছে যায় লক্ষণরেখা।
জঙ্গল থেকে গ্রামের পথে প্রবল দাপটে ঘুরে বেড়ায় সিংহী, তেড়ে যায় মানুষের দিকে। গুজরাতের মাধবপুর গ্রামের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
৭ সেকেন্ডের ছোট্ট এই ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ। তাতে দেখা যাচ্ছে, গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ আচমকা দ্রুত সরে যাচ্ছেন। আর অকল্পনীয় গতিতে ছুটে আসছে একটি সিংহী।
সুশান্ত লিখেছেন, কল্পনা করুন, আপনাকে কেউ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে তাড়া করে আসছে। এমনকী উসেইন বোল্টও এই সিংহীর হাত এড়াতে পারবেন না।
Imagine someone charging at you at 80kmp 🤔🤔
Even Usain Bolt can’t escape( Average speed-38kmp)from a charging lion. In such a situation, where will u find tolerance for each other other than India? Video from Madavpur village of Gujurat( VC-SM) pic.twitter.com/PLyOMq6oDv— Susanta Nanda IFS (@susantananda3) March 7, 2020
অনেকেই প্রশ্ন করেছেন, এভাবে গ্রামের মধ্যে বেরিয়ে আসা সিংহীটি নিরাপদে আছে কিনা। সুশান্ত আশ্বস্ত করেছেন, দিব্যি আছে সে, এমন মানুষ-বন্য পশু সহাবস্থান আর কোথায় মেলে এ দেশ ছাড়া?