মধ্যপ্রদেশে আগে থেকেই গেম পরিবর্তন করার কাজ শুরু করেছিলেন অমিত শাহ, টের পাইনি কেউই

বাংলাহান্ট ডেস্কঃ রাতারাতি ভোল বদল। কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের ২২ নেতা মন্ত্রী। যাদের নেতৃত্ব দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। মধ্যপ্রদেশের কমলনাথ সরকার এখন ধসে যাওয়ার মুখে। দল থেকে বহু সংখ্যক নেতার দল ত্যাগের ফলে, রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়ে গেছে।

Jyotiraditya Scindia 1

অমিতের (Amit Shah) ফাঁদে পা দিয়ে  বিজেপিতে যোগ দেওয়ার লক্ষ্যে মধ্যপ্রদেশের ২২ নেতা। দলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অবস্থা পতনকে কাজে লাগিয়ে তাঁকে নিজেদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন অমিত শাহ। দলকে সম্পূর্ণ গোপন রেখে গত ২ মাস ধরে তিনি যোগাযোগ রাখছিলেন তাদের সঙ্গে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই পুরো বিষয়টি জানতেন। কিন্তু তিনিও নিশ্চুপ ছিলেন পুরোপুরি।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন না করায় বেশ কিছুদিন ধরে দলের মধ্যেই কোণঠাসা হয়ে থাকতেন তিনি। তাঁর এই দুর্বল সময়ে তাঁকে ভরসা যোগায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সরিয়ে দেওয়ার পর নভেম্বরে টুইটার থেকে ‘কংগ্রেস’ পরিচয় মুছে দেন জ্যোতিরাদিত্য় বদলে নিজেকে ‘জনসেবক ও ক্রিকেটপ্রেমী’ বলে জনসমক্ষে প্রকাশ করেন।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ মধ্যপ্রদেশের ২২ নেতা। বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে তাঁরা কংগ্রেস অফিসে পদত্যাগ জমা দেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ”চিরকালই আমার লক্ষ্য রাজ্য ও দেশের মানুষের সেবা করা। এখনও আমার সেই একই লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তবে কংগ্রেস দলে থেকে আমি সেটা ভালোভাবে করতে পারছিলাম না।” শোনা যাচ্ছে ১২ মার্চ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগদান করবেন। এর ফলে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার মুখ থুবড়ে পড়বে বলে আসা করা যায়।

Smita Hari

সম্পর্কিত খবর