বাংলা হান্ট ডেস্ক : এ বছরেে বৃষ্টিতে কিছুটা হলেও অভ্যস্ত হয়ে পড়েছিল মানুষ কারণ প্রত্যেকটি ঋতুতেই বর্ষা দেবী তার স্ব-মহিমা দেখিয়ে গেছেন। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছিল ও পশ্চিমী ঝঞ্ঝার কারণেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চের প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টির ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। আজ রাত পোহালে কাল রঙের উৎসব দোল।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, দোলের দিন থেকেই পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। কিন্তু আদতে দোলের দুদিন কাটতে না কাটতেই ফের রাজ্যে ঢুকে পড়েছে অন্য এক পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে আজ সকাল থেকে মেঘলা কলকাতা শহ একাধিক জেলার আকাশ।
চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে বলেও জানানো হচ্ছে তবে হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে বৃষ্টিপাত হলেও এবার আর শীতের আমেজ উপভোগ করতে পারবেননা কলকাতাবাসী ।এছাড়াও আরও বলা হয়েছে, এবছর আগের সমস্ত গরমের রেকর্ড ভেঙে যেতে চলেছে কলকাতায় ।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, কাল থেকেই বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা এবং অপ্রত্যাশিত উত্তুরে হাওয়ার কারণে মার্চ মাসের প্রথম সপ্তাহ শীতের আমেজ অনুভব করেছে রাজ্যবাসী। তবে কাল থেকে বাড়তে চলেছে তাপমাত্রা। কাল থেকে হাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ায় অস্বস্তির পরিমাণ বাড়বে সাথে হুহু করে চলতে থাকবে তাপমাত্রার পারদ।