আবহাওয়ার খবর : পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

 

বাংলা হান্ট ডেস্ক : বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবছর। প্রত্যেকটি ঋতুতেই নিজের স্বমহিমা দেখিয়ে গেছেন বর্ষা দেবী।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু হয়েছিল বৃষ্টি। কলকাতা সহ গোটা জেলা জুড়ে কোথাও কোথাও মাঝারি আবার কোথাও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হয়েছে।

দোলের সময় আকাশ পরিষ্কার থাকলেও ফের অন্য পশ্চিমী ঝঞ্ঝার আগমন হওয়াতে আবার বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্য জুড়ে।

IMG 20200313 190035

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যার পরে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতের ফলেই বারবার ফিরে আসছে এই বৃষ্টি ঝড়। সাথে বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাস যার ফলে হচ্ছে বৃষ্টি।

আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ার, বিষ্ণুপুরে ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর