বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের (Corona Virus) কারণে মৃত্যুর দ্বিতীয় মামলা সামনে এসেছে। দেশের রাজধানী দিল্লীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৯ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলা ওই সংক্রমিত ব্যাক্তির মা ছিলেন, যিনি সুইজ্যারল্যান্ড থেকে ইতালি হয়ে ভারতে এসেছিলেন। মঙ্গলবার কালবুর্গিতে এক ৭০ বছরের মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
দিল্লী স্বাস্থ মন্ত্রালয় অনুযায়ী, ওই বয়স্ক মহিলা ডায়বেটিস আর হাউপারটেনশনে আক্রান্ত ছিলেন। ৮ই মার্চ ওনার স্যাম্পেল নেওয়া হয়েছিল আর ৯ই মার্চ ওনার অবস্থা গুরুতর হয়েছিল। প্রথমে ওনার নিমোনিয়া হয় আর পরে শ্বাসকষ্টে ভোগেন তিনি। এরপর ওনাকে আইসিইউতে ভর্তি করানো হয়। ওনার মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া যায়। ১৩ই মার্চ পরিস্থিতি আরও খারাপ হয়, আর ওই মহিলার মৃত্যু ঘটে।