সমীক্ষায়-তৃনমূল ফের দখল করবে কলকাতা পৌরসভা, বিজেপি ও পাল্টা রনকৌশল তৈরি করতে ব্যাস্ত

বাংলাহান্ট -আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে কলকাতা পৌরসংস্থা ভোট। কবে হবে সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে, সূত্রের খবর ১৮এপ্রিলে কলকাতা পৌরসংস্থার ভোট হবে কিন্তু কবে হবে তা সঠিকভাবে এখনো জানাইনি রাজ্যে নির্বাচন কমিশন৷

 

ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার রাজ্য নির্বাচন কমিশন এর দপ্তরে লিখিত অভিযোগ করেছে, যেহেতু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ছাড়াও একাধিক পরীক্ষা চলবে তাই মাইক বাঁজিয়ে প্রচারে কোন সময় বা সুযোগ থাকবে না তাই একটু পিছিয়ে দিলে সুস্থ ভোট করানো যাবে। তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন ভোট যখনই হোক না কেন তারা এবারও দখল করবে কলকাতা পৌরসংস্থা।

images 16 7

রাজনৈতিক মনে করে কলকাতা পৌরসংস্থা যে পাটি দখল করে সেই নবান্ন দখল করা তার কাছে অত্যন্ত সহজ হয়ে যায়। তৃণমূলের কাছে যতটা চ্যালেঞ্জ থাকবে তাদের ক্ষমতা ধরে রাখার, ততটাই বিজেপির কাছে শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ। এদিকে কংগ্রেস এবং সিপিএম তারা কলকাতা পৌরসংস্থার জোট করে ভোট লড়াই করবে, তা কার্যত ইঙ্গিত দিয়েছে কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমেন মিত্র, সিপিএমের পক্ষ থেকেও সুজন চক্রবর্তী বলেছেন তাদের কোনো আপত্তি নেই তাহলে

 

কি এবার কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তে যে পৌরসভার ভোট হবে সেখানে কি ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

images 18 6

রাজ্যে তৃণমূলের কিছুটা শক্তি খর্ব হয়েছে গত লোকসভা ভোটে এবং সেখানে দ্বিতীয় স্থানে উঠে বিরোধী আসনে গ্রহণ করেছে বিজেপি। গত বছর লোকসভা নির্বাচনে তারা বাংলা থেকে ১৮ টি সিট তারা জয়লাভ করে এবং প্রায় ৪১ টা আসুনে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এবার কলকাতার ভোটের তাৎপর্য অনেকটা বেশি বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে দাবি করেছে তারা এবার কলকাতা পৌরসংস্থা দখল করবে কারণ তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন বানানোর যে স্বপ্ন দেখেছিলেন তা কার্যত মুখ থুবড়ে পড়েছে কলকাতাকে লাহোর বানিয়েছে। এদিকে তৃণমূল পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে তারা কলকাতাকে পাল্টে দিয়েছে উন্নয়নে এবং কলকাতার সার্বিক উন্নয়ন হয়েছে এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে সেটা দেখার। বাংলা হান্ট কলকাতা ১৪৪ টি ওয়ার্ডের পর্যবেক্ষণ করে দেখেছে।

 

যদি সুস্থ এবং শান্ত ভোট হয় তাহলে তৃণমূল শেষ পর্যন্ত কলকাতা পৌরসভা দখল করবেন কিন্তু চিন্তার বিষয় রয়েছে কয়েকটি, ৭৩টি আসন পেলেই ম্যাজিক ফিগার করতে পারবে। আমাদের সমীক্ষা উঠে এসেছে গতবারের থেকে তৃনমুলের সিট কমলেও তারাই এবার খমতা দখল করতে চলেছে। এদিকে বিজেপি অনেকটা সিট পাবে, তবু খমতা দখলের যে স্বপ্ন তা অধারা থেকে যাবে।২০১৫কলকাতা পৌরসভা ভোটের থেকে সিপিএম এবং কংগ্রেস জোটের ফলে আগের থেকে আসুন বৃ্দ্ধি পাবে। সমীক্ষায় উঠে এসেছে তৃনমুল পেতে পারে ৮০-৯০টা, বিজেপি পেতে পারে ৪০-৫০টা আর জোট পেতে পারে -২০-৩০ টা। সমীক্ষা যদি মিলে যায় তা হলে তৃনমুল তৃতীয় বারের জন্য খমতা ধরে রাখতে পারবে,আর বিজেপির শক্তি বৃদ্ধি হলো যা ২০২১শের বিধানসভা কিছুটা চাপে ফেলবে তৃনমূলকে। এদিকে জোট যদি ২০-৩০টা সিট পায় তা হলে বিরোধী ভূমিকায় পালন করতে অনেকটা সহজ হবে। কে শেষ হাঁসি হাঁসবে তা সময়ই বলবে। আমরা পৌরভোটের দিন যত এগিয়ে আসবে, আমরা আরো সমীক্ষা দিতে থাকবো।

images 18 7

আমরা সমীক্ষার কলকাতার মানুষের কি চাওয়া পাওয়া রয়েছে তা তুলে ধরার চেষ্টা করলাম।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর