ফের একবার আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাজ্য সরকার মোহনবাগান কে সংবর্ধিত করল। গতকাল নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের কোচ কিবু ভিকুনা এবং অধিনায়ক ধনচন্দ্রকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালেন আইলিগ জয়ের জন্য। এছাড়া মোহনবাগানের বাকি টিম মেম্বাররা চ্যাম্পিয়ান লেখা জার্সি পরেই অনুষ্ঠানে হাজির ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইলিগ জয়ের জন্য পুরো মোহনবাগান টিম কে অভিনন্দন জানিয়েছেন। এইদিন রাজ্য সরকারের তরফ থেকে মোহনবাগান অধিনায়ক ধনচন্দ্রর হাতে সুবিশাল ট্রফি তুলে দেওয়া হয়।
মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল কেউ এই দিন সম্বর্ধনা জানিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে মোহনবাগান আই এস এল খেলার জন্য সমস্ত রকম পরিকল্পনা স্থির করে ফেলেছে এবং আগামী বছর থেকে মোহনবাগান নামতে চলেছে আইএসএলে। অপরদিকে ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত আই এস এল খেলার জন্য কোন রকম সফল প্রচেষ্টা করে উঠতে পারেননি। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী যে মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও আইএসএল খেলবে ভবিষ্যতে।
এছাড়াও এইদিন প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার নামে ডুমুরতলা স্টেডিয়ামের নামকরণ করা হয় রাজ্য সরকারের তরফে।