কর্মরত অবস্থায় টিকটক করায় সাসপেন্ড, এখন তারকা বনে গিয়েছেন এই মহিলা কনস্টেবল

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
টিকটক অ্যাপটি এখন প্রায়ই সকলের ফোনেই রয়েছে। এই অ্যাপের জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছে যে তারকারাও রেহাই পাননি তার থেকে। তবে এই টিকটকের চক্করে বহুবার সমস‍্যাতেও পড়েছেন অনেক মানুষ। এমনই একজন হলেন গুজরাত পুলিসের মহিলা কনস্টেবল অর্পিতা চৌধুরী। এর আগে থানায় কর্মরত অবস্থায় টিকটক ভিডিও করায় থানা থেকে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এখন তিনিই টিকটকে রীতিমতো তারকা। সাসপেন্ড হওয়ার পর টিকটক তথা সোশ‍্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

arpita 1
সম্প্রতি মুক্তি পেয়েছে অর্পিতা চৌধুরী অভিনীত মিউজিক ভিডিও টিকটক নি দিওয়ানি। এখনও পর্যন্ত বহু মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। ১৬ মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওর। জিগ্নেস কবিরাজ গেয়েছেন এই ভিডিওর গান। এখনও পর্যন্ত মোট চারটি অ্যালবামে অভিনয় করেছেন অর্পিতা।

 

গত বছর মেহসানার একটি থানায় কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন অর্পিতা। সেই সময় থানায় কর্মরত সময় তাঁর একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে যায়। পুলিস বিভাগীয় তদন্তের পর সাসপেন্ড করা হয় তাঁকে। এই প্রসঙ্গে তিনি জানান, পুলিসের উর্দিতে তাঁকে দেখার ইচ্ছা ছিল তাঁর বাবার। কিন্তু এবার নিজের ইচ্ছায় জীবনটা বাঁচবেন তিনি। এখনও পর্যন্ত কোনও সিনেমায় যুক্ত হওয়ার কোনও প্রস্তাব তাঁর কাছে আসেনি। তবে এই বিষয়ে তাঁর উর্দ্ধতন আধিকারিকদের অনুমতি নেবেন অর্পিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর