বাংলাহান্ট ডেস্কঃ তীব্র আর্থিক সংকটে চলছিল Yes Bank। আর এই ব্য়াংকে রক্ষা করতে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে এমনই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Government issue Gazette notification following approval by Union Cabinet "Yes Bank Limited Reconstruction Scheme, 2020" yesterday.@nsitharamanoffc @RBI @DFS_India @PIB_India pic.twitter.com/wlGiD1FGX1
— Ministry of Finance (@FinMinIndia) March 14, 2020
শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী তিন দিনের (Working days) মধ্যে টাকা তোলার উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে। পাশাপাশি ইয়েস ব্যাংকের নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী।বোর্ডে SBI-এর দুই ডিরেক্টর থাকবেন বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারির সাতদিনের মধ্যে তাঁরা দায়িত্ব নেবেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
ডুবতে বসা ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে স্টেট ব্য়াংক অফ ইন্ডিয়া-র (SBI) -এর শরণাপন্ন হতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, তীব্র সংকটে চলা এই ব্য়াংককে ১২,০০০(1200) কোটি থেকে ১৪,০০০(1400) কোটি টাকা মূলধন যোগানোর জন্য SBI-এর নেতৃত্বে ব্যাংকগুলির একটি কনসোর্টিয়াম গড়ার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাংক। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার।
'Yes Bank Ltd Reconstruction Scheme, 2020' notified by Union Finance Ministry, yesterday. The moratorium on the bank will be lifted within 3 days of the notification and a new board, having at least 2 directors of SBI, will take over within 7 days of the issuance of notification. pic.twitter.com/rR0eHVtVY3
— ANI (@ANI) March 14, 2020
ICCI ব্যাংক, HDFC, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের মতো বেসরকারি ব্যাংককে যুক্ত করার সম্ভাবনা। তবে সংকটাপন্ন ইয়েস ব্যাংকে টাকা ঢালার জন্য কোনও বেসরকারি ব্যাংককে জোর করতে পারে না রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তরফে তাদের কাছে শুধুমাত্র লগ্নির অনুরোধে করা হতে পারে।’ কোন পদ্ধতিতে ব্যাংকগুলির কনর্সোটিয়াম Yes Bank-কে পুঁজি ঢালবে, তা রূপরেখাও কেন্দ্রকে পেশ করা রিজার্ভ ব্য়াংকের খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।