আগামী তিনদিন বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, জেনেনিন কি জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আকাশের মুখ হাসিখুশি থাকলেও রাজ্য জুড়ে বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গতকাল অর্থাৎ শনিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি থাকলেও আবহাওয়ার বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথেই ঝড়ো হওয়া বইতে থাকে বিভিন্ন জায়গায়। যার ফলে বেশ ঠান্ডা অনুভূত হয় সমগ্র রাজ্যে (West Bengal)।

Rain Weather

রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। তবে এরই মধ্যে বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টির আগাম জানান দিচ্ছে আবহাওয়া দফতর। সকাল থেকে মেঘ মুক্ত আকাশ থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এমনকি হতে পারে বৃষ্টিও।

পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে (Kashmir) ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব (Punjab), হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লী (Delhi)-সহ উত্তর- পশ্চিমের রাজ্য গুলিতে রয়েছে বৃষ্টির সম্ভবনা।

Weather8

আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

Smita Hari

সম্পর্কিত খবর