আবহাওয়ার খবর : আগামী ৪৮ ঘন্টায় ঝড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা!

বাংলা হান্ট ডেস্ক : গোটা বছর ধরে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কিছুতেই।শীতের পরে বসন্তের শুরুতেও একই কাণ্ড, কিছুতেই বন্ধ হচ্ছে না বৃষ্টি।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে এই বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাসও।এই অকাল বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও যোগসূত্র নেই।

Weather forecast

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার রাজ্যজুড়ে বৃষ্টিপাত হয়ে গেছে। গতকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ একাধিক জেলায়। গতকাল সন্ধ্যার পর থেকেই কলকাতায় বইতে শুরু করে ঝোড়ো খাওয়া। কোথাও কোথাও হয় বৃষ্টি। সন্ধ্যার পর থেকে ঠান্ডা ঝড়ো হাওয়া বওয়ার কারণে মার্চের মাঝামাঝি তেও কিছুটা হলেও পরিবর্তন হয় আবহাওয়ার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লির কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টি রাস্তায় পড়ে একাধিক জায়গায় যানজটেরও সৃষ্টি হয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় দেরাদুন, উত্তরাখন্ড, হরিদ্দারে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ইত্যাদি রাজ্যের কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর