জমিয়ে নাচলেন এলি আব্রাম, দুরন্ত শরীরী ভঙ্গিমা দেখে কাত নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন বেশ জাঁকিয়েই বসেছেন এলি আব্রাম (elli avram)। জন্মসূত্রে ভারতীয় না হলেও এখন মুম্বইয়েরই পাকাপাকি বাসিন্দা বলে গিয়েছেন তিনি। বেশ কয়েকটি ছবিও পুরে ফেলেছেন নিজের ঝুলিতে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। নিজের ফটোশুট, ভিডিওর পাশাপাশি জন্মস্থানেরও প্রচুর ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য। তবে সম্প্রতি সংবাদ শিরোনামে নিজের জায়গা করে নিয়েছেন এলি। কারন ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু আশ্চর্যজমক তথ্য শেয়ার করেছেন তিনি।

Elli Avram

তবে অভিনয়ের বাইরেও নাচতে বেশ ভালবাসেন এলি আব্রাম। তাঁর সাম্প্রতিক ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেল আবার। কালো প্যান্ট ও সাদা ক্রপ টপ পরে একটি নাচের ভিডিও শুট করেছেন তিনি। অসাধারন শরীরী ভঙ্গিমা ও সাবলীল নাচের মাধ্যমে নেটিজেনদের রাতের ঘুম ওড়ানোর তোড়জোড় করেছেন তিনি। ভিডিওটিতে ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ শেয়ারও করেছেন এই ভিডিও। ক্যাপশনে এলি লিখেছেন, ‘আমাকে কি আরও নাচতে দেখতে চান?’

https://www.instagram.com/p/B9th8phgsFS/

অভিনেত্রীর অনুরাগীরা যে এর উত্তরে হ্যাঁ বলেছেন তা বলাই বাহুল্য। প্রশংসায় এলির পোস্ট ভরিয়ে দিয়েছেন তাঁরা। অনেকেই মন্তব্য করেছেন, সত্যিই অসাধারন নাচ করেন অভিনেত্রী। আবার অনেকে তাঁর সৌন্দর্য্যের প্রশংসাও করেছেন।

https://www.instagram.com/p/B9i3xhNgwuJ/

প্রসঙ্গত, সম্প্রতি একটি বিষ্ফোরক তথ্য জানান এলি। অন্যান্য বহু তারকাদের মতো তিনিও বলিউডের কাস্টিং কাউচের বিরুদ্ধে সরব হন। একটি সাক্ষাৎাকারে এলি জানান, কেরিয়ারের প্রথম দিকে যখন তিনি পরিচালকদের সঙ্গে দেখা করতে যেতেন তখন তাঁরা অদ্ভূত ভাবে তাঁর সঙ্গে হাত মেলাতেন। এই বিষয়ে এক বন্ধুকে জিজ্ঞাসা করলে সে এলিকে জানায়, আসলে ওই পরিচালকেরা তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান। এই বিষয়টা নিয়ে বেশ তোলপাড় হয়েছিল নেটদুনিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর