বাংলাহান্ট ডেস্ক: চাঁদনি সাহা (chandni saha) নামটা শুনলে কিন্তু অনেকেই প্রথমে বুঝতে পারবেন না। কিন্তু ডাঃ নীলিমা দেবরায় বললে বহু মানুষই এককথায় চিনে বুঝে যাবেন কার কথা বলা হচ্ছে। আসলে এই নামেই চাঁদনি বেশি পরিচিত। তিনি এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ। বেশ কয়েকটি ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন চাঁদনি। দর্শকরাও বেশ পছন্দ করছেন তাঁকে। তবে বাংলা ধারাবাহিকে সাধারনত সিরিয়াস চরিত্রেই দেখা যায় তাঁকে। মনসা, শাপলা এই ধরনের চরিত্রেই এতদিন নজর কেড়েছেন তিনি। মানুষও তাঁকে এই রূপেই দেখতে অভ্যস্ত। তাই হঠাৎ করে অভিনেত্রীর এমন অবতার দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনরা।
পরনে সাদা প্রিন্টের মিনি স্কার্ট, ডিপ নেক টপ ও মাথায় বন্দানা। এই অবতারেই দেখা গেল চাঁদনিকে। করিনা কাপুর খানের ‘দিওয়ান হ্যায় দেখো’ গানের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। বেশ অভিনয় করে নাচলেন তিনি। স্বল্প সময়ের এই ভিডিওটি টিকটকের জন্য শুট করেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পু মোড ইজ অন’। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর বোন কমেন্ট করেছেন, ‘এই মোডটাই অন রাখ’।
https://www.instagram.com/p/B9BwNl5gtY5/?utm_source=ig_embed
ইতিমধ্যেই ৩৭১টি লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে। তবে শুধু এই ভিডিও নয়, এর আগেও বহু ছবি, ভিডিও শেয়ার করেছেন চাঁদনি। কখনও তাঁকে দেখা গিয়েছে ব্যাকলেস টপে, আবার কখনও ট্র্যাডিশনাল পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/B9M2xBKAj_E/
https://www.instagram.com/p/B8Q1ZbIAp5P/
প্রসঙ্গত, এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে চাঁদনিকে। বেশ স্বতঃস্ফূর্ত অভিনয় করতেই পছন্দ করেন তিনি। এই মুহূর্তে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করছেন চাঁদনি।