করোনা আতঙ্কে ব্যাপক পরিবর্তন সোনা, রূপো ও তেলের দামে! শেয়ার মার্কেটেও বড় ধস

বাংলাহান্ট ডেস্কঃ করোনার জেরে আন্তর্জাতিক বাজারে ধস নেমেছে, যার ফলশ্রুতিতে ভারতের বাজারেও পড়েছে প্রভাব। করোনার জেরে দাম বদলেছে সোনা রূপো পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের দামের। এক নজরে দেখে নিন এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আজকের দাম কত

রান্নার গ্যাসঃ ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮৩৯.৫০ টাকা।

857903 lpg cylinder

পেট্রল ও ডিজেলঃ আজ,দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম প্রতি লিটার ₹ 70.29 এবং ডিজেল। 63.01 টাকা।  মুম্বাইয়ে, পেট্রল প্রতি লিটার ₹ 75.99 এবং ডিজেল প্রতি লিটারে 65.97 টাকায় বিক্রি করছে। চেন্নাইতে, এক লিটার পেট্রোলের দাম প্রতি লিটারের দাম .0৩.০২ ডলার এবং ডিজেলের দাম এখন প্রতি লিটার ₹.৪৮ ডলার। বেঙ্গালুরুতে, পেট্রোল এখন 72.70 এবং ডিজেল 65.16 ডলারে বিক্রি হচ্ছে। হায়দরাবাদে,  পেট্রোল 74.72 এবং ডিজেল 68.60। কলকাতায় আজকে পেট্রল প্রতি লিটার দাম ৭২.২৯ টাকা ও ডিজেল প্রতি লিটার দাম ৬৪.৭৭ টাকা

petrol diesel

সোনার দামঃ গত সপ্তাহের পর আজ ভারতে সোনার দাম আবার বেড়েছে। গত সপ্তাহে প্রায় 1,800 টাকা কমে যাওয়ার পর আজ প্রতি 10 গ্রামে 1.5% দাম বেড়ে সোনার দাম 40,460 টাকা হয়েছে। পাশাপাশি আজ রূপোর দাম কেজি প্রতি 1% বেড়ে ₹ 40,932 টাকা হয়েছে।আন্তর্জাতিক বাজারেও মার্কিন ফেডারেল রিজার্ভ তার বেঞ্চমার্ক সুদের হার কমিয়ে দেওয়ায় বেড়েছে সোনার দাম।আন্তর্জাতিক বাজারে সোনার দাম 3% বেড়েছে।সোনার আজ  45 ডলার হিসাবে আউন্স হিসাবে 1,575.47 ডলার ও পরে সিঙ্গাপুরে 0.2% বেড়ে  1,532 ডলার এ দাঁড়িয়েছে।

Gold Ornaments 3

শেয়ার বাজারঃ আজ সকালে বাজার খুলতেই ফের একবার হোঁচট খেল। সেনসেক্স ২ হাজার পয়েন্ট এবং নিফটি ৫৭৬ পয়েন্ট পড়ল পাশাপাশি ব্যাঙ্ক (৫.৫ শতাংশ), আইটি (৩.৫০ শতাংশ)-সহ একধিক সেক্টরে নজিরবিহীন পতন হয়েছে।

https s3 ap northeast 1.amazonaws.com psh ex ftnikkei 3937bb4 images 9 3 7 5 18635739 1 eng GB RTS20D3O

 

সম্পর্কিত খবর