করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে ইমরান খানকে অবুঝ বলে কটাক্ষ প্রাক্তন পাক সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বকে আতঙ্কে ফেলে দেওয়া করোনা ভাইরাসের (Corona Virus) বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সার্ক (SAARC) দেশ গুলোর প্রধানের সাথে কথা বলেন। উনি SAARC দেশ গুলোকে কোভিড-১৯ এমার্জেন্সি ফান্ড বানানোর পরামর্শ দেন আর ভারতের তরফ থেকে ১ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। SAARC দেশের এই বৈঠকে সবাই পৌঁছালেও শুধুমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পৌঁছাননি। ওনাকে ছাড়া সমস্ত দেশের রাষ্ট্র প্রধান এই মিটিংয়ে অংশ নিয়েছিলেন।

পাকিস্তানের তরফ থেকে স্বাস্থ রাজ্য মন্ত্রী জফর মীর্জা অংশ নিয়েছিলেন। জফর মীর্জা করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অভিযানের প্রশংসা করে ওনাকে ধন্যবাদ জানান। যদিও মীর্জা সেখানেও গিয়ে কাশ্মীর ইস্যু তুলে ধরার চেষ্টা করেন।

এই পুরো বিষয়ে পাকিস্তানের প্রাক্তন সাংসদ প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করেন। পাকিস্তানের প্রাক্তন সাংসদ ফরহতুল্লাহ বাবর (Farhatullah Babar) নিজের ট্যুইটের পোস্ট করেন, ‘সার্ক দেশের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাদ দিয়ে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। ইমরান খান এর আগে বলেছিলেন যে, প্রধানমন্ত্রী মোদী এক পা এগালে আমি দুই পা বাড়াব। এবার এই অবুঝ মানুষ, দায়িত্ব জ্ঞানহীন মানুষ নিজের কথার উল্টো কাজ করছেন।”

আপনাদের জানিয়ে দিই, ভূটান, মালদ্বীপ আর নেপাল ভারতের সাথে হাত মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াইতে তৈরি আছে। ভারত সার্ক দেশের সাথে করোনার বিরুদ্ধে পরিকল্পনা বানিয়ে লড়াই লড়বে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, করোনার বিরুদ্ধে সবাইকে একসাথে আসতে হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর