করোনার থাবায় এক বছর পিছিয়ে গেল ইউরো কাপ।

বিশ্ব জুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আতঙ্ক।এবার করোনা আতঙ্কের জেরে পিছিয়ে গেল ইউরো কাপ। এমনটাই আশঙ্কা করা হয়েছিল আর শেষ পর্যন্ত এটাই সত্যি হল। উয়েফা সিদ্ধান্ত নিয়েছে এবারের ইউরো কাপ পিছিয়ে দেওয়ার অর্থাৎ 2020 সালে যে ইউরো কাপ হওয়ার কথা ছিল সেটা হবে 2021 সালে।

ইউরোপের দেশ গুলিতে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমগ্র ইউরোপ এবং আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই করোনার থাবায় বন্ধ হয়ে গিয়েছে ইউরোপের বেশিরভাগ ফুটবল লীগ। করোনা ভাইরাসের জন্য ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে সিরি-আ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ, ইংলিশ প্রিমিয়ার লিগে, ইউরোপা লীগ। ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে এই না শেষ হওয়া লীগ গুলি কিভাবে শেষ করা হবে সেই নিয়ে।

139066670f87aa879383a9fb2ec77f84c52405ec1

এইদিন একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক করা হয় ইউরো কাপ পিছিয়ে যাচ্ছে বারো মাসের জন্য। অর্থাৎ 2020 সালে যে ইউরো কাপ হওয়ার কথা ছিল সেটা হবে 2021 সালে। জানা গিয়েছে 2021 সালের 11 জুন থেকে শুরু হবে ইউরো কাপ এবং শেষ হবে 11 জুলাই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর