বলিউড পরিচালককেই বিয়ে করছেন অনুষ্কা? কি বললেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির জগতে বেশ পরিচিত নাম অনুষ্কা শেট্টি। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই রয়েছে তাঁর নাম। আগে থেকেই জনপ্রিয়তা তুঙ্গে ছিল অনুষ্কার। সেটা আরও বৃদ্ধি পায় বাহুবলী ছবিতে তাঁর দেবসেনার চরিত্রে অভিনয় করার পর। তাঁর বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রভাস। তাঁর সঙ্গে বহুবার নাম জড়িয়েছে অনুষ্কার। একটা সময় শোনা গিয়েছিল প্রভালকেই ডেট করছেন অভিনেত্রী। গুঞ্জন শোনা গিয়েছিল তাঁদের বিয়েরও।

কিন্তু কিছুদিন আগেই এই বিষয়ে যাবতীয় জল্পনা কল্পনায় ইতি টেনেছেন প্রভাস নিজেই। কফি উইথ করন রিয়েলিটি শোতে এসে তিনি জানান, অনুষ্কার সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর। পুরো ব্যাপারটাই গুজব। এরপর শোনা গিয়েছিল একজন ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু কিছুদিন আগেই তিনি নিজেই একটি সাক্ষাৎাকারে জানিয়েছিলেন যে কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে নেই তিনি। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের আরও এক খবর শোনা গেল।

Anushka Shetty

এবার জানা গিয়েছে এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তিনি আর কেউ নন, বরং বলিউডের জনপ্রিয় পরিচালক প্রকাশ কোভেলামুদি। জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির পরিচালক ছিলেন প্রকাশ। তিনি পরিচালক কে রাঘবেন্দ্র রাওয়ের ছেলে। কিন্তু এই খবর কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েছেন অনুষ্কা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘এসব খবর সত্যি নয়। ব্যক্তিগত কোনও খবরের বিষয়ে সবসময় সত্যতা যাচাই করে নেওয়া উচিত। এসব কোনও লুকোছাপার বিষয় নয়। বিয়ে করলে সবাই জানতে পারবেন। সম্পর্কে জড়ালেও জানতে পারবেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথম প্রকাশের সঙ্গে ছবি করেন অনুষ্কা। ছবির নাম সাইজ জিরো। তখন থেকেই বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল দুজনের মধ্যে।

Niranjana Nag

সম্পর্কিত খবর