কাল কাকভোরেই ফাঁসি হবে নির্ভয়ার চার ধর্ষকের, ফাঁসির ভয়ে কথা বন্ধ হয়ে গিয়েছে চার অপরাধীর

 

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে আট বছর আগে দিল্লিতে চলন্ত বাসে একজন তরুনীকে গণধর্ষণ করা হয়। তারপর একের পর এক শাস্তির প্রক্রিয়া হতে হতে কেটে যায় এতগুলো বছর।

অবশেষে চলতি বছরে ফাঁসির তারিখ ঠিক হয় ওই ধর্ষকের। তবুও আইন কে হাতিয়ার করে বারবার পার পেয়ে যাচ্ছিলেন নির্ভয়ার ধর্ষকরা। এমন জঘন্য অপরাধ করেও কি করে বার বার বেঁচে যেতে পারে এদের মত মানুষেরা, কার্যত দেশের আইন ব্যবস্থা থেকে আস্থা হারাতে চলেছিল দেশের জনগণ। তারপরেও কয়েকবার ফাঁসির তারিখ খারিজ হয়ে যায় নির্ভয়ার ধর্ষকদের।

অবশেষে সব অপেক্ষার অবসান কাল কাক ভোরেই ফাসি হবে নির্ভয়ার ধর্ষকদের, স্পষ্ট জানিয়ে দিল দিল্লি কোর্ট। হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কাল ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে ফাঁসির কাঠে ঝুলবে নির্ভয়ার ৪ অপরাধী।

এই প্রথমবার স্বাধীন ভারতে এক সঙ্গে চারজনের ফাঁসি হতে চলেছে।জানা গিয়েছে বিহার ও বক্সা থেকে দশটি দড়ি এসেছে তিহার জেলে। একটা বড় থামের মাঝে সেই দড়ি বেঁধে আজ বিকেলে শেষবারের মতো সব পরীক্ষা করে নেবেন ফাঁসুড়ে। তারপর সেই ঝোলানো দড়িতেই ফাসিহবে চারজনের।

IMG 20200319 192633

পবন জল্লাদ উত্তর প্রদেশের জেলের কর্মী।ওই চার ধর্ষকদের ফাঁসি দেওয়ার জন্যই তাকে তিহার জেলে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটি ফাঁসির জন্য তাকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ফাঁসির সময় পবন জল্লাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন জেলের আরও কয়েকজন নির্বাচিত আধিকারিক।

জেলের এক অফিসার জানিয়েছেন, আজ শেষবারের মত ফাঁসিকাঠ পরীক্ষা নেওয়া হবে। জেলের সুপারিন্টেন্ডেন্ট অপরাধীদের সঙ্গে একবার কথা বলবেন তাদের কোন শেষ ইচ্ছে রয়েছে কিনা সেই ব্যাপারে।
তারপর জেলের মানসিক চিকিৎসক তাদের সঙ্গে কথা বলবেন। মোটামুটি ভাবে সকাল ছটার মধ্যে ফাঁসি হয়ে যাবে বলে শোনা যাচ্ছে।

জেলের কয়েকজন আধিকারিক জানিয়েছেন, ” আপাতত তিহার জেলের তিন নম্বর কয়েদখানায় রয়েছে ওই চার অপরাধী।ফাঁসি কাঠ থেকে যা মাত্র কয়েক হাত দূরে। নির্ভয়ার ধর্ষকদের ব্যাপারে তারা বলেছেন,” কদিন আগেও একের পর এক ফাঁসির আদেশ আসছিল। কিন্তু অপরাধীরা আনন্দেই ছিল। মনে হচ্ছিল না তাদের ফাঁসি হতে পারে। তবে কাল থেকে হঠাৎ করেই ওদের কথা বন্ধ হয়ে গিয়েছে। জেলের অন্যান্য কর্মীদের সঙ্গে ওরা কথা বলছে না।০”

Udayan Biswas

সম্পর্কিত খবর