করোনার হাত থেকে বাঁচতে মেনে চলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ, আবেদন বিরাট কোহলির।

এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো বিশ্বের কাছে অভিশাপ হয়ে উঠেছে। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই করোনা ভাইরাস, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই ভাইরাসের কারনে। অন্যান্য দেশ ছাড়িয়ে এবার ভারতেও করোনা ভাইরাস বিস্তার লাভ করতে শুরু করেছে।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষ কে সদাসুস্থ রাখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় গতকাল দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি সেই ভাষণে দেশের জনগণকে রক্ষা করার জন্য একগুচ্ছ পরিকল্পনা কথা বলেন, তার মধ্যে অন্যতম জনতা কারফিউ, আগামী 22 শে মার্চ জনতা কারফিউ করার নির্দেশ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও তিনি আরও বেশ কিছু নির্দেশিকা জারি করেন যাতে দেশের মানুষ এই ভয়াবহ ভাইরাসের হাত থেকে রক্ষা পায়।

223318430b32aa63d3aa54588c05f5a07a637bf51a386564de04ab52525941b73a19e354b

আর প্রধানমন্ত্রীর এই ভাষণের পরেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি দেশের মানুষের উদ্দেশ্যে টুইট করে এক বিশেষ বার্তা দেন। তিনি বলেন এই মুহূর্তে দেশের সকল জনগণকে এক হয়ে লড়াই করতে হবে এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে। সেই কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সকল নির্দেশিকা গুলি জারি করেছেন সেগুলি সকলের মেনে চলা উচিত এতে নিজেও সুস্থ থাকবেন আর অপরকেও সুস্থ রাখতে পারবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর