মোদীর ডাকে সাড়া দিল জনতা, বিকেল ৫ টার পর দেশজুড়ে বাজল শঙ্খধ্বনি, হাততালি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ঘড়ির কাটা ৫ টা বাজতেই দিকে দিকে উঠল হাততালির রোল। কেউ কেউ বাজালেন ঘন্টা, কাসর, থালা আবার শঙ্খও। বাড়ি থেকে বাইরে বেড়িয়ে আবার কেউ ঘরে বসেই মোদীজিকে সমর্থন জানিয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন জরুরী পরিষেবা প্রাদন করা ব্যক্তিদের। হাততালি দিলেন সংবাদ বিভাগের ব্যক্তিরাও। শঙ্খ বাজালেন দিলীপ ঘোষও (Dilip Ghosh) ।

করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর বিশ্ব। চারিদিকে জারি করা হচ্ছে লকডাউন। কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে লকডাউন। আগামীকাল থেকে কলকাতা সহ সমগ্র জেলাজুড়ে জারি করা হবে লকডাউন। রবিবার দিন সমগ্র ভারত জুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। এর মধ্যেই বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন জরুরীকালিন পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের অভিন্দন জানাতে। হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে বা থালা বাজিয়ে সেই সকল ব্যক্তিদের উদ্দ্যেশ্যে অভিন্দন জানাতে। ঠিক ৫ টা বাজতেই সমগ্র দেশ জুড়ে পালিত হল সেই অনুরোধ। প্রধানমন্ত্রীর কথায় সমর্থন করে সকলেই অভিনন্দন জানালেন তাঁদের।

ভারতে (India) এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ এর কাছাকাছি  এবং মৃতের সংখ্যা বেড়ে ৮। সংকটজনক পরিস্থিতিতে আজ থেকেই লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজস্থান, পাঞ্জাব সহ আরও একটি রাজ্য। বরিবার দুপুর থেকেই লোকাল এবং দুরপাল্লার সব ট্রেন পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

করোনাপরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগামীকাল থেকেই কলকাতা সহ ৭৫ টি জেলায় লকডাউনের সিধান্ত নেয় সরকার। আগামী ৩১ শে মার্চ অবধি থাকেব সকল পরিষেবা বন্ধ। শুধুমাত্র জরুরীকালিন পরিষেবা খোলা থাকবে। জনগণকে এই কটা দিন ঘর থেকে পুরোপুরি বেরোতে নিষেধ করে দেওয়া হচ্ছে। আগামিকাল দুপুরের মধ্যেই অত্যাবশ্যকীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। পরিস্থিতির অবন্নতি হলে এই লকডাউনের সময়সীমা বাড়তেও পারে।

X