বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই সারাবিশ্বে আতঙ্কের সৃষ্টি করেছে করোনাভাইরাস। ইতিমধ্যেই করোনাভাইরাস এর ভয়ার্ত রূপ প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। আজ সকাল থেকে গোটা দেশজুড়ে সরকারিভাবে কারফিউ ধার্য করা হয়েছে।
Let us take necessary precautions ourselves & help the ones in need. The Vegetable Vendors & other service providers who help keep our households running must also be made aware about preventive measures. We are in this together. Stay Safe & Take care. #covid19 pic.twitter.com/hXOW104zBy
— Nussrat Jahan (@nusratchirps) March 21, 2020
অন্যান্য দেশের মতন ভারতেও ঢুকে পড়েছে এই মহামারী। করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নানান রকম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ সকাল থেকেই জনতা কারফিউ পালন করেছে গোটা ভারতবাসী।
কাল থেকে পশ্চিমবঙ্গে কলকাতা সহ জেলা জুড়ে শুরু হচ্ছে লকডাউন। যদিও নিয়ম অনুযায়ী খোলা থাকবে এ রাজ্যের অত্যাবশ্যকীয় জিনিসপত্রের বাজার দোকান। সে কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীরা ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসায়ীরা নিজেদের দোকানপাট খোলা রাখছেন।
ঐ সমস্ত ব্যবসায়ীদের যেন কোন রকম সংক্রমণ না হয় সেই নিয়ে চিন্তিত বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। সে কারণে গতকাল নিজে হাতে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের মাস্ক বিতরণ করলেন। তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সকলেই নুসরাত জাহানের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।