করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কারের দাবি ফ্রান্সের, মাত্র ৬ দিনে বিদায় হবে এই মারন রোগ

বাংলা হান্ট ডেস্ক: চীন থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে এখন প্রধান মাথাব্যথার  কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য দেশের মতো ভারতেও ছড়িয়ে পড়েছে এই মহামারী।

সর্তকতা অবলম্বনে আজ গোটা ভারত জুড়ে জনতা কারফিউর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকটি ভারতবাসী নিজের এবং দেশের সুবিধার্থে সেই নির্দেশ পালন করেছেন। দেশের মানুষের সুবিধার্থে হাতে হাত মিলিয়ে কাজ করছেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার।

IMG 20200322 220344

ইতিমধ্যেই সারা বিশ্বের মানুষ করোনার ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছেন। করোনার থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এই মারণ রোগের জন্য। তবে করোনার আতঙ্কের মাঝেই খুশির খবর শোনা চিকিৎসক মহল।

সম্প্রতি করোনার ওষুধে ফ্রান্স ১০০% সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে। নতুন পরীক্ষার মাধ্যমে সেদেশের চিকিৎসকরা দেখেছেন হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিনের পরিমিত ব্যবহারে ৬ দিনের মধ্যে রোগীর শরীর থেকে করোনাভাইরাস বিদায় নিয়েছে। জাপানি ইনফ্লুয়েঞ্জার ওষুধ নিয়ে পরীক্ষায় সাফল্য পেয়েছিল। আমেরিকাতেও চিকিৎসার জন্য সরকারিস্তরে ক্লোরোকুইনের ব্যবহার শুরু করা হয়েছে ইতিমধ্যেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর