মুক্ত করা হোক জেল বন্দিদের, নির্দেশ সুপ্রিম কোর্টেরঃ আতঙ্ক করোনার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতি ঠেকতে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল এক ঐতিহাসিক রায়। সংক্রমণ মুক্ত করতে হবে দেশের সব কারাগার। বিচারাধীন বন্দি ও সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি দিতে হবে। জামিন অথবা প্যারোলে মুক্তি দিতে হবে এই বন্দিদের। করোনা ভাইরাসে যখন গোটা বিশ্ব আতঙ্কিত, তখন কিছুটা হলেও স্বস্তির রায় দিল সুপ্রিম কোর্ট।

Supreme Court 1571279187

সম্প্রতি সেন্ট্রাল জেলে করোনা আতঙ্কের জেরে বন্দিদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। জ্বালিয়ে দেওয়া হয় জেলের কিছু অংশ। পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষে প্রাণ হারান কয়েকজন। এই ঘটনার পর পরই করোনা ভাইরাসের সংক্রমতা রুখতে সুপ্রিম কোর্ট দিল এই রায়। ছেড়ে দেওয়া হবে বন্দিদের। তবে তাঁদের জামিনে বা প্যারোলে মুক্ত করা হবে।

বিচার কাজ চলছে বা যারা ইতিমধ্যেই ৭ বছরের কম সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছনে, সব বন্দিদেরিই এই ভাবেই মুক্ত করার সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের এই কাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য আইনি পরিষেবা ঠিক রাখতে স্বরাষ্ট্র সচিব, রাজ্যের আইনি পরিষেবা পর্যদের চেয়ারম্যান এবং কারা মহাপরিচালক সমন্বয়ে এক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই কমিটিই ঠিক করবে কোন বন্দিকে কতদিনের জন্য প্যারেল বা জামিনে মুক্ত করা হবে।

corona 222222

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউনের সিদ্ধনাত নেয় সরকার। পশ্চিমবঙ্গে সোমবার বিকেল ৫ টা থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর মধ্যেই মৃত্যু হল একজনের। দমদমের এক ৫৪ বছর বয়সী বাসিন্দার মৃত্যু হল করোনা ভাইরাসের প্রভাবে। আতঙ্কে রয়েছে গোটা রাজ্যবাসী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর