বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্ব করোনা (COVID-19) আতঙ্কে ভুগছে। লকডাউন রাখা হচ্ছে বিভিন্ন জায়গায়। আবার কোথাও কোথাও বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমা। এই সংকটজনক পরিস্থিতিতে পাকিস্তান (Pakistan) কিন্তু সমস্যা সৃষ্টি করেই চলেছে। একে তো পাকিস্তানের কাছে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত পরিষেবা নেই, কিন্তু অন্যদিকে পাকিস্তানের নাগরিকরা এই রোগ ছড়িয়ে যাচ্ছে। পাকিস্তানে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।
দেরীতে প্রকাশ পাওয়া এই রোগের লক্ষণ নিয়ে চিন্তায় গবেষকরা। অল্প সময়ের মধ্যেই বেশি সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে করাচির ৪ আধিকারিকের বিষয় সামনে এসেছে। যেখানে তাঁরা এক করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে সেলফি তুলছে। এই ছবি সামনে আসার সাথে সাথেই ওই ৪ আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া হয়। সম্প্রতি ইরান থেকে তীর্থযাত্রা করে পাকিস্তানে ফিরেছিলেন ওই করোনা পজেটিভ ব্যক্তি। তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন তাঁর ওই ৪ বন্ধু। এবং দেখা করতে গিয়ে তাঁরা ওই সেলফি তোলে।
পাকিস্তান সরকার করোনা ভাইরাসকে একদমই সচেতন ভাবে দেখাছে না। তাঁর অসেচতনাই এই ছবির প্রমাণ। আবার পাকিস্তানে যথেষ্ট পরিমাণ সামগ্রী নেই, যার দ্বারা করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা সম্ভব। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৬ জনের। করোনা আক্রান্তদের চিকিৎসা করার জন্য চিকিৎসকদের কাছেই যথেষ্ট পরিমাণ মাস্ক, গ্লাভস, ড্রেস নেই। করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চীন কিছুদিন আগে পাকিস্তানকে সাহায্য করেছিল, কিন্তু সেই সাহায্যের পরিমাণ কতোটা তা এখনও সামনে আসেনি।
গিলগিত বালিচিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসা করার সময় এক চিকিৎসকদের মৃত্যু হওয়ার পর এখন পাকিস্তানে চিকিৎসকদের হরতালের আশঙ্কাও সামনে আসছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানেই সব থেকে বেশি করোনা আক্রান্ত মানুষ পাওয়া গিয়েছে। যার মধ্যে ইরানের পার্শ্ববর্তী সিন্ধ প্রদেশে আক্রান্তের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। কিন্তু এই কিছু সত্ত্বেও পাক সরকার করোনা আক্রান্তদের সঠিক চিকিৎসার জন্য কোন পদক্ষেপ গ্রহণই করছে না।