Lockdown নিয়ে ভয় পাবেন না, এই দুর্ভোগের দিনেও জরুরী পরিষেবা জারি রাখবে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের (Coronavirus) বিপদ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবার বড় ঘোষণা করেন। উনি আজ রাত ১২ টা থেকে আগামী ২১ দিন পর্যন্ত গোটা দেশে লকডাউনের (India Lockdown) ঘোষণা করেন। কিন্তু সরকারের এই পদক্ষেপে আম জনতার কোন সমস্যা হবেনা। এটা শুধু মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে। সরকার জানিয়েছে যে, এই লকডাউনে সমস্ত প্রয়োজনীয় বস্তু সরবরাহ চালু থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তথ্য দিয়েছে।

corona 5

কোন কোন সরকারি অফিস খোলা থাকবে? প্রতিরক্ষা বিভাগ, কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স, সার্বজনীন সেবা (পেট্রোল, সিএনজি, পিএনজি,) বিদ্যুত, পোস্ট অফিস, রাষ্ট্রীয় সূচনা কেন্দ্র।

কোন কোন সরকারি সেবা জারি থাকবে? পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স, দমকল আর জরুরী সেবা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, রাজ্য কোষাগার, বিদ্যুত পরিষেবা, জল পরিষেবা, স্বচ্ছতা সম্বন্ধীয় পরিষেবা, পুরসভা (শুধুমাত্র জরুরী পরিষেবা দেওয়া কর্মীরা) খোলা থাকবে।

lockdown

হাসপাতাল আর ওষুধের দোকান খোলা থাকবে? সমস্ত সরকারি আর বেসরকারি হাসপাতাল, মেডিকেল স্টোর, স্বাস্থ পরিষেবা দেওয়া যানবাহন চালু থাকবে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর