ভাইরাল ভিডিও: পুরো দেশে লকডাউনের মধ্যে অসহায়দের পাশে চন্ডীগড় পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের(corona virus) জন্য বিশ্বে ত্রাহি ত্রাহি রব। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছে না। এখনও অবধি এই ভাইরাসের জন্য মারা গেছেন অনেকে। আবার আক্রান্তও অনেকে। এমত অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) রবিবার দেশে ‘জনতা কার্ফু’ (Crowd curfew) জারি করে। এই ভাইরাসের সংক্রমণ থেকে সাধারন মানুষকে বাঁচাবার জন্য সোমবার থেকে দেশে ‘লকডাউন’ জারি করেছে কেন্দ্রীয় সরকার (Central government)। এর জেরে খুব দরকার ছাড়া মানুষ রাস্তায় বেরোতে পারবে না। প্রায় সবই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

corona index 2003171712কিন্তু বাজার, মুদি দোকান, মেডিসিনের দোকান, জল, দুধ আরোও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রাখার কথা বলা হয়েছে। কিন্তু এইসব জায়গায় বেশী ভিড় পুলিশ করতে দিচ্ছে না। একজন একজন করে জিনিস কিনতে দিচ্ছে। বেশী ভিড় এড়ানোর জন্যই এমন ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যদি কোনও ব্যক্তি সে যদি বয়স্কও হয় মানে নির্বিশেষে রাস্তায় অযথা জটলা করে তাহলে পুলিশের লাঠির বারি থেকে কারোর নিস্তার নেই।

আমরা জানি, পুলিশ আমাদের কাছে ভগবানের মতো। বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের কাজ। এবার এমনই নজির গড়ল চণ্ডীগড় পুলিশ। এক কথায় বলা যায়, মানবতার নজির। দেশে যখন কার্ফু চলছে সেইসময় পুলিশ ঘুরে ঘুরে গৃহহীন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। তাদের হাতে জল দিয়ে হাত ধুইয়ে দিচ্ছে। নিজে হাতে থালা দিয়ে খাবার খেতে দিচ্ছে। পাশাপাশি, বিশুদ্ধ জলও খেতে দিচ্ছে। সত্যিই ভগবানের মতো উদয় হয়েছে গৃহহীন মানুষের পাশে।

সম্পর্কিত খবর