বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 700 ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে দেশব্যাপী লকডাউন এর তৃতীয় দিন আজ। গতকাল দেশবাসীর জন্য এক লক্ষ 70 হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আজ দেশের এই সংকট কালে এবার বড়োসড়ো আর্থিক পদক্ষেপ নিল সর্বোচ্চ ব্যাংকিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( reserve bank of india) । সাংবাদিক বৈঠকে শীর্ষ ব্যাংকের তরফে জানানো হয়েছে কমানো হবে রেপো রেট। পাশাপাশি শক্তিকান্ত দাস আজ করেছেন আরো কিছু বিশেষ ঘোষনা, এক নজরে দেখে নিন ঘোষনা গুলি
- মনেটারি পলিসি কমিটির সিদ্ধান্ত ঘোষণা করলেন গভর্নর
- ৭৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাংক। ৫.১৫ থেকে রেপো রেট কমে দাঁড়াল ৪.৪ শতাংশ।
- তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত।
- রিভার্স রেপো(repo) রেট ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করা হল।
It would be fallacious to link share prices to the safety of deposits. Depositors of commercial banks including private sector banks need not worry on the safety of their funds: RBI Governor Shaktikanta Das https://t.co/8skHZ9lXU2
— ANI (@ANI) March 27, 2020
ব্যাংকিং সেক্টরকে সচল রাখতে এই আর্থিক পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক। বিশ্বব্যাপি মহামারির জেরে জিডিপি (GDP) বৃদ্ধির হার ৩.২ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ এফ পি (AFP) গণনা অনুসারে দেশটির সরকারী তথ্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে এএফপি গণনা অনুসারে, এখন ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস ( Covid 19) সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। শুধু ভারতের নয় করোনার কারনে ধুকছে বিশ্ব অর্থনীতি ও