করোনা ভাইরাসের জেরে গৃহবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করল আইসিসি।

Published On:

করোনা ভাউরাসের জেরে এই মুহূর্তে পুরো দেশ লকডাউন হয়ে রয়েছে, ক্রিকেটপ্রেমীরা ঘরবন্দি হয়ে বোর ফিল করছেন। এবার ক্রিকেট প্রেমীদের এক ঘিয়েমি কাটানোর জন্য বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি নিয়ে হাজির হল একগুচ্ছ মজা। গৃহবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য আইসিসির তরফে ক্রিকেট আকাইড খুলে দেওয়া হল।

এই আইসিসির ক্রিকেট আকাইডে ক্রিকেটপ্রেমীরা পেয়ে যাবেন 1983 সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের সমস্ত ছবি। ক্রিকেট প্রেমীরা এই ক্রিকেট আকাইডে 1975 সাল থেকে সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত আইসিসি ক্রিকেট আকাইডে এই সমস্ত ধরনের খেলার ভিডিও ফুটেজ গুলি থাকলেও সেগুলি সর্বসাধারণের জন্য বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রকোপে ক্রিকেটপ্রেমীরা সকলেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন আর এই অবস্থায় ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জনের জন্য আইসিসির আকাইড খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

শুধুমাত্র বিশ্বকাপের ম্যাচই নয় আইসিসির এই ক্রিকেট আকাইডে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, অনুর্দ্ধ 19 বিশ্বকাপের ম্যাচও। এই সমস্ত ম্যাচ গুলি দেখা যাবে আইসিসির ফেসবুক পেজে। সুতরাং এবার ঘরে বসে আর বোর হবেন না ক্রিকেটপ্রেমীরা তারা চাইলেই পুরোনো ম্যাচের ঝলক গুলি দেখে নিতে পারবেন।

X