চিকিৎসকদের ভরসা যোগাতে প্রধানমন্ত্রী নিজেই করলেন ফোন, নিলেন চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) বিশ্ববাসী আতঙ্কিত হয়ে রয়েছে। সমগ্র দেশ জুড়ে জারি করা হয়েছে লকডাউন ব্যবস্থা। এই সময় রোগীদের চিকিৎসার জন্য অনবরত কাজ করে চলেছেন ডাক্তার এবং নার্সরা। তাই তাঁদের কাজে উৎসাহ প্রদান করতে হঠাৎ করেই তাদেরকে ফোন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। এইভাবে তিনি আচমকাই মহারাষ্ট্রের সরকারী হাসপারাল নাইডুর একজন নার্স ছায়ার সঙ্গে ফোনে কথা বলেন।

coronavirus west bengal first 0

তিনি বলেন, ‘নমস্তে সিস্টার ছায়া। আপনি কেমন আছেন? এই পরিস্থিতিতে আপনি যেভাবে কাজ করে চলেছেন, তাতে আপনার পরিবার পরিজনকে কিভাবে সামলাচ্ছেন? রোগীরা যখন আসেন, তাঁরা কি ভয় পেয়ে থাকনে তখন? তাঁদের কিভাবে সামলান?’

উত্তরে নার্স ছায়া জানান, ‘আমি ভালো আছি। এবং এই সময় আমার পরিবারও আমার পাশে আছে। মানুষের সেবা করার জন্য এখন কোন কষ্টই অনুভূত হচ্ছে না। রোগীরা ভয় পেলেও, তাঁকে আমরা বোঝাই একদম ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। আপনার রিপোর্ট পজেটিভ আসলেও, কোন ভয় পাবেন না। আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তাও যদি রোগীরা ভয় পায়, তো তাঁদের সঙ্গে আমরা ভালো ভাবে কথা বলি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা রোগীর পরিবারকে ভেতরে আসতে দিই না এবং তাঁদেরকেও অযথা আতঙ্কিত হতে বারণ করি। এবং আমি অন্যান্য ডাক্তার নার্স কে বলব ভয় না পেয়ে সকলে এক হয়ে এই রোগের বিরুদ্ধে রুখে দাঁড়াও’।

শেষে মোদীজী তাঁকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং সমস্ত চিকিৎসক কর্মীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তাঁর কথা শেষ করেন। এখানেই শেষ নয় প্রধানমন্ত্রী চীনের উহান শহর থেকে ফেরত আসা কাশ্মীরের এক ছাত্রের সঙ্গেও কথা বলেন।

Smita Hari

সম্পর্কিত খবর